Connect with us
ক্রিকেট

রূপগঞ্জের সঙ্গে সাকিবের চুক্তির বিষয়ে নতুন যা জানা গেল

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

দেশের ক্রিকেটে আবারও আলোচনায় ফিরেছিলেন সাকিব আল হাসান। গতকাল শোনা যায় ডিপিএল দিয়ে আবার ঘরের মাঠে প্রত্যাবর্তন ঘটাবেন এই টাইগার অলরাউন্ডার। আজ লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল সাকিবের।

তবে জানা গেছে শেষ মুহূর্তে এসে সাকিবের সঙ্গে হতে যাওয়া এই চুক্তি স্থগিত হয়েছে ক্লাবের অনুরোধে। এতে বলা যায় দেশের মাটিতে আরেকবার খেলার স্বপ্ন আর আপাতত পূরণ হচ্ছে না সাকিবের। কারণ আজ ছিল দুইদিন ব্যাপী চলমান ডিপিএলের দলবদলের শেষ দিন।

গতকাল শোনা গিয়েছিল আসন্ন আসরের জন্য লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখাবেন সাকিব। আগামী ৩ মার্চ থেকে হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ– ডিপিএলে খেলবেন সাকিব, ধারণা করা হয়েছিল এমনটাই। আজ দলটির সঙ্গে হওয়ার কথা রয়েছে এই টাইগার অলরাউন্ডারের আনুষ্ঠানিক চুক্তি। 

আরও পড়ুন:

» ভারত-পাকিস্তান ম্যাচ উপলক্ষে ২২ ভারতীয় বন্দীর মুক্তি

» পাকিস্তান ম্যাচে নেমেই দুঃখজনক এক কীর্তি গড়ল ভারত

এদিকে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে বল করা নিয়ে এক প্রকার নিষেধাজ্ঞায় ভুগছেন সাকিব। এর আগে দুই দফা নিজেকে প্রমাণের পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি তিনি। জানা গেছে শীঘ্রই তৃতীয়বারের মত অ্যাকশন পরীক্ষা দিতে যাচ্ছেন সাকিব। সেই জন্য কাজ করছেন ব্যক্তিগত এক ইংলিশ কোচের সঙ্গে।

প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জনগণের একাংশের রোশনালে পড়েন সাকিব আল হাসান। এতে দেশের মাটিতে খেলা তার জন্য বেশ কঠিনই হয়ে পড়েছে। এছাড়া ইংলিশ কাউন্টি লিগ খেলতে গিয়ে সন্দেহজনক অ্যাকশনের কারণে বোলিংয়ে নিষিদ্ধও হয়েছেন সাকিব।

ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট