Connect with us
ক্রিকেট

সেমিতে এক পা দিয়ে রাখল ভারত, ছিটকে যাবে পাকিস্তান!

India vs Pakistan match
ভারত-পাকিস্তান ম্যাচ। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে দারুণ শুরু করেছিল ভারত। সেই ধারাবাহিকতা তারা ধরে রাখল পাকিস্তান ম্যাচেও। স্বাগতিক দলকে হারিয়ে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারত। খেতে সেমিফাইনালে রীতিমতো এক পা দিয়ে রাখল গেল বারের রানার্সআপরা। আর টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে গেল পাকিস্তান।

গতকাল রোববার বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এই দুই প্রতিদ্বন্দ্বীর খেলা মানে বাড়তি উত্তেজনা ক্রিকেট বিশ্বে। তবে মাঠের বাইরে যতটা উত্তাপ ছড়ায় এই ম্যাচ ঘিরে, মাঠের ভেতর তেমনটা দেখা যায় না সাম্প্রতিক সময়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচে দেখা গেছে তেমনই একপেশে ম্যাচ। পাকিস্তানকে হেসে খেলেই হারিয়েছে ভারত।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৪১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন সৌদ শাকিল। রিন তাড়া করতে নেমে ৪৫ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। পাকিস্তানকে হারানোর ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।

আরও পড়ুন:

» বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (২৪ ফেব্রুয়ারি ২৫)

» বাংলাদেশ দলকে হালকাভাবে নিতে চায় না নিউজিল্যান্ড

জবাব দিতে নেমে উড়ন্ত শুরু পেয়েছিলেন রোহিত শর্মা। তবে ১৫ বলে ২০ রানের বেশি করতে পারেনি তিনি। শুবমান গিল খেলেছেন ৪৬ রানের এক ইনিংস। এদিকে তিন নম্বরে ব্যাট করতে নামা বিরাট কোহলি তুলে নিয়েছেন নিজের ৫১তম ওয়ানডে সেঞ্চুরি। ম্যাচ টাই হওয়ার পর বাউন্ডারি হাকিয়ে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি এই শতক তুলে নিয়েছেন তিনি। এছাড়া শ্রেয়াস আইয়ার খেলেছেন ৫৬ রানের ইনিংস।

এদিকে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানেও ভালো শুরু পেয়েছিল। দেড়শ রানের আগে তারা হারিয়েছিল মাত্র দুই উইকেট। তবে সেখান থেকে এক ওভার আগেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত বল হাতেও সফল হতে পারেনি পাকিস্তান। টানা দুই ম্যাচ হেরে গ্রুপের তলানিতে নেমে গেছে তারা। এতে এক ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট