Connect with us
ক্রিকেট

বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন, সম্ভাব্য একাদশ

Bangladesh team
বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

‘ডু অর ডাই’ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হলেই আনুষ্ঠানিক হবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাবে টাইগাররা। কেননা এর আগে প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়েছিল তারা। আর গতকাল পাকিস্তানও টানা দ্বিতীয় হার বরণ করলে সমীকরণ হয়ে গেছে একেবারেই পরিষ্কার।

আজ সোমবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর আজ দেখা যেতে পারে টাইগার একাদশে পরিবর্তন। তবে খুব বেশি জায়গায় অদল বদল হওয়ার সম্ভাবনা কম। আগের ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া পেসার নাহিদ রানা ফিরতে পারেন দলে।

পিন্ডির উইকেট বিবেচনায় তাহলে একাদশ থেকে বাদ পড়তে পারেন তানজিম হাসান সাকিব। এছাড়া পেস আক্রমণে বদলের সুযোগ থাকছে কম। নাহিদ রানার সঙ্গে থাকবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আরও পড়ুন:

» বড় লক্ষ্য নিয়ে আজ মাঠে নামার কথা জানাল বাংলাদেশ

» সেমিতে এক পা দিয়ে রাখল ভারত, ছিটকে যাবে পাকিস্তান!

এদিকে আজ একাদশে ফিরতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সে ক্ষেত্রে বিবেচনায় আসবে তার ফিটনেস। গতকাল সবার সম্মেলনে টাইগার কোচ ফিল সিমন্স জানিয়েছেন ম্যাচ খেলার জন্য ফিট থাকলে পরিকল্পনায় থাকবেন তিনিও। আর রিয়াদ দলে ফিরলে একাদশ থেকে বাদ পড়তে পারেন আগের ম্যাচে গোল্ডেন ডাক মারা ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে সেই সম্ভাবনা রয়েছে সামান্যই।

তাই আপাতত ম্যাচে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। সেখানে আসতে পারেন নাহিদ রানা। আর মাহমুদউল্লাহ ফিরলেও অবাক হওয়ার কিছু নেই। এছাড়া বাকি পজিশনে বদল আসার সম্ভাবনা তেমন একটা দেখা যাচ্ছে না।

নিউজিল্যান্ড বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট