Connect with us
ক্রিকেট

সেমির আশা বাঁচাতে আজ শান্তদের সমর্থন করবে পাকিস্তান

Bangladesh team in champions trophy
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল। ছবি- বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল পাকিস্তান। শুরুতেই বড় ধরনের হোঁচট খাওয়া এই দল দ্বিতীয় ম্যাচে এসেও ঘুরে দাঁড়াতে পারেনি। ভারতের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচেও পরাজয় বরণ করেছে পাকিস্তান। আর এতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে স্বাগতিকরা।

এদিকে টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত। গ্রুপ পর্বের প্রতিটি দল সুযোগ পাবে তিনটি করে ম্যাচ খেলার। সেখানে আজ বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে নিউজিল্যান্ড। কিউইরা যদি বাংলাদেশকে হারিয়ে দিতে সক্ষম হয়, তবে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টাইগারদের সঙ্গে ছিটকে যাবে পাকিস্তানও।

চলমান এই টুর্নামেন্টে পাকিস্তানের টিকে থাকার একমাত্র উপায় আজকের ম্যাচে বাংলাদেশের জয়। কেননা আজ নিউজিল্যান্ড জিতলে ভারতের সমান চার পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে তারাও। কেননা পরবর্তী ম্যাচে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে যেই জিতুক না কেন, পেছনে ফেলতে পারবে না কিউইদের।


আরও পড়ুন:

» বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন, সম্ভাব্য একাদশ

» বড় লক্ষ্য নিয়ে আজ মাঠে নামার কথা জানাল বাংলাদেশ


আর তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ বাংলাদেশকেই পুরো দমে সমর্থন করে যাবে পাকিস্তান। এদিকে কেবল তাদের জন্যেই নয়, টাইগারদের খেলতে হবে নিজের জন্যেই। কেননা প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজিত হওয়া শান্ত বাহিনী আজকে হারলেই ছিটকে যাবে এই টুর্নামেন্ট থেকে।

অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের প্রত্যাশার কথা জানিয়েছিল টাইগাররা। তবে এবার এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর তাই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আজ বিকেল ৩টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট