Connect with us
ক্রিকেট

শান্তর ব্যাটে ফিফটি, আজ ব্যর্থ হৃদয়, পারলেন না রিয়াদও

Shanto
৭১ বলে ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্ত

স্বপ্ন বাঁচানোর আশা নিয়ে রাওয়ালপিন্ডিতে লড়ছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে ওপেনিংয়ে শুভ সূচনা করলেও একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গেছে টাইগাররা। অধিনায়ক নাজমুল হাসান শান্তর ব্যাটে আজ ফিফটি এসেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি খেলছিলেন।

সৌম্যকে বসিয়ে রেখে একাদশে আনা হয়েছে মাহমুদউল্লাহকে। তানজিদ তামিমের সঙ্গে আজ ওপেন করতে নামেন শান্ত। ব্যাট হাতে নতুন দায়িত্বে সফলই হয়েছেন শান্ত। ইতোমধ্যেই পেয়েছেন ফিফটির দেখা। ৭১ বলে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৩ রান এসেছে বাংলাদেশের। ৫৫ রান নিয়ে উইকেটে আছেন শান্ত। আর ৫ রানে ক্রিজে আছেন আগের ম্যাচের ফিফটি হাঁকানো জাকের আলী।


আরও পড়ুন:

» টিকে থাকার ম্যাচে টস হারলো বাংলাদেশ, একাদশে রিয়াদ-রানা

» এক ম্যাচ জিতেও যেভাবে সেমিতে খেলতে পারে বাংলাদেশ


দেখেশুনে শুভসূচনা করার পর ইনিংসের নবম ওভারে মাইকেল ব্রেসওয়েলের ঘূর্ণিতে তানজিদ ফিরে গেলে জুটি ভাঙে। ২৪ বলে ২৪ রানে ফেরেন এই তরুণ ওপেনার। ওয়ান ডাউনে এসে জ্বলে উঠতে পারেননি মেহেদি হাসান মিরাজ। উইকেটে এসেই বোলারের মাথার উপর দিয়ে দুর্দান্ত ছক্কা মেরে শুরু করেও ফিরে গেছেন মাত্র রান করে।

পরে উইকেটে এসে সুবিধা করতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়। কিউই বোলারদের সামনে হিমশিম খেতে খেতে ২৪ বল খেলে মাত্র ৭ রান করে ফেরেন তিনি। রান বাড়ানোর আশায় উইকেটে এসেই বড় শট খেলতে গিয়ে ২ রানেই কাটা পড়েন মুশফিক।

এরপর হাল ধরার জন্য আসেন আগের ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া মাহমুদউল্লাহ। কিন্তু তিনিও নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১৪টি বল খেলে মাত্র ৪ রান করেন। ২ উইকেটে ৯৭ রানের স্কোরবোর্ড হঠাৎ এলোমেলো হয়ে দাঁড়ায় ৫ উইকেটে ১১৮!

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম, গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, কাইলি জেমিসন, ম্যাট হ্যানরি ও উইল ও রুর্ক।

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট