Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড শান্তর

Shanto's record as the first Bangladeshi in the Champions Trophy
নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ রান করেছেন শান্ত। ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। আজ (সোমবার) আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে টাইগাররা। তবে বাঁচা-মরার এই ম্যাচেও হতাশ করেছে ব্যাটাররা। আগে ব্যাট কররে নেমে টেনেটুনে ২৩৬ রানের পুঁজি পায় লাল-সবুজের দল।

এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। ৯ চারের মারে ১১০ বলে ৭৭ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এই ইনিংসের মধ্য দিয়ে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন টাইগার কাপ্তান।

বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন। এর আগে এই টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলতে পারেননি কোনো ব্যাটার।

আরও পড়ুন:

» শুরুতেই ২ উইকেট তুলে নিল বাংলাদেশ, চাপে নিউজিল্যান্ড

» পাকিস্তানের তিন তারকাকে বাদ দিতে বললেন হাফিজ 

অন্যদিকে যেকোনো আইসিসির ওয়ানডে ইভেন্টে বাংলাদেশের অধিনায়ক হিসেবে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলা দ্বিতীয় ব্যাটার শান্ত। এই তালিকায় এতদিন একমাত্র ব্যাটার হিসেবে ছিলেন বাংলাদেশ সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে মিরপুরে ভারতের বিপক্ষে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন এই তারকা।

এছাড়া অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংসটিও সাকিবের দখলে। ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার। আর ৭৭ রান নিয়ে এই তালিকায় সাকিবের পরেই টাইগার দলপতি শান্ত।

এর আগে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হাসেনি শান্তর ব্যাট। ২ বল মোকাবিলা করে রানের খাতা খোলার আগেই বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চেনা রূপে হাজির হয়েছেন এই তারকা, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে।

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট