Connect with us
ক্রিকেট

বৃষ্টিতে হয়নি টসও, অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচ বাতিলের শঙ্কা

Rain
বৃষ্টি থামার অপেক্ষায় গ্যালারিতে বসে পিচের দিকে চোখ দর্শকদের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-দ.আফ্রিকার। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় দুপুর ৩টায়। তবে বৃষ্টির কারণে ১ ঘণ্টা পরও শুরু করা যায়নি ম্যাচ। শঙ্কা তৈরি হয়েছে বাতিলের।

ইএসপিএনক্রিকইনফোর লাইভ ধারাভাষ্যে ম্যাচের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যে তথ্য পাওয়া গেছে, তাতে টানা বৃষ্টিতে বাতিল হতে পারে ম্যাচটি। ইতোমধ্যে কমতে শুরু করেছে ওভার। সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে শুরু করা হলে ৫০ ওভারের ম্যাচটি ২০ ওভারে অনুষ্ঠিত হবে। কিন্তু তখনও যদি ম্যাচ শুরু করা না যায়, তাহলে বাতিল হবে আজকের ম্যাচ।

Screen rain

জায়ান্ট স্ক্রিনেও বৃষ্টিতে টস বিলম্বের ঘোষণা!

এবারের আসরের শুরুতেই ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। আর প্রোটিয়াদের কাছে হেরেছে আফগানিস্তান। সেমিফাইনাল নিশ্চিত করতে দুদলের জন্যই আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে না গড়ালে পরের রাউন্ড নিশ্চিতের জন্য অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।


আরও পড়ুন:

» শান্তর সহজ স্বীকারোক্তি- ‘একই ভুল আমরা বারবার করছি’

» অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা: কে যাবে সেমিতে, অপেক্ষা বাড়বে কার?


যেখানে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাবে অস্ট্রেলিয়া। ২৮ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। অন্যদিকে ১ মার্চ দক্ষিণ আফ্রিকাকে মোকাবিলা করতে হবে ইংল্যান্ডের।

টুর্নামেন্টে এ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। এরই মধ্যে আসর থেকে ছিটকে গেছে ৩০ বছর পর আয়োজক হওয়া পাকিস্তান। আর সাকিববিহীন বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট