Connect with us
ক্রিকেট

মুশফিক-রিয়াদের কড়া সমালোচনায় বাংলাদেশের সাবেক কোচ

Mushfiq-Mahmudullah
মুশফিক-রিয়াদের কড়া সমালোচনা করেছে ওয়াসিম জাফর। ছবি- সংগৃহীত

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ ধরনের বড় টুর্নামেন্টে সিনিয়র ক্রিকেটারদের ওপর আস্থা বেশি থাকে। তবে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আস্থার প্রতিদান দিতে পারেননি এই দুই ব্যাটার। দলের বিপদে তাদের দায়িত্বহীন ব্যাটিংয়ে হতাশ হয়েছেন অনেকেই।

নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী ছাড়া ব্যাট হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি কেউ। আর এই ব্যাটিং ব্যর্থতার কারণেই টানা দুই ম্যাচে হার এবং এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের।

কিউইদের বিপক্ষে মুশফিক-মাহমুদউল্লাহর ব্যর্থতা ছিল দৃষ্টিকটু। দলীয় ৯৭ রানে ৩ উইকেট পতনের পর মিডল অর্ডারের দায়িত্ব ছিল তাদের কাঁধে। তবে মুশফিক এসে ৫ বলে ২ রান এবং মাহমুদউল্লাহ ১৪ বল মোকাবিলা করে মাত্র ৪ রান করে ফিরেছেন। দলের বিপদের সময়ে বাজে শট খেলে আউট হয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন দুজনেই। যে কারণে তাদেরকে নিয়ে সমালোচনার ঝড় বইছে।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল বাংলাদেশ, সঙ্গী পাকিস্তান

» শান্তর সহজ স্বীকারোক্তি- ‘একই ভুল আমরা বারবার করছি’

মুশফিক-মাহমুদউল্লাহর দায়িত্বহীন ব্যাটিংয়ের কড়া সমালোচনার করেছেন ভারতের সাবেক ওপেনার এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক কোচ ওয়াসিম জাফর। ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ ডে অনুষ্ঠানে জাফর বলেন, ‘যে শট নির্বাচন দেখেছি, তা খুবই হতাশার। বাঁচা-মরার ম্যাচে মুশফিক যে শট খেলেছে, মাহমুদউল্লাহ যে বেপরোয়া শট খেলেছে…। এমন ম্যাচে তারা দায়িত্ব নিয়ে খেলবে এমনটাই তো প্রত্যাশিত ছিল।’

Wasim Jaffer

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ ডে অনুষ্ঠানে মুশফিক-রিয়াদের সমালোচনা করেছেন জাফর। ছবি- সংগৃহীত

প্রতিটি আইসিসি ইভেন্টেই বড় স্বপ্ন নিয়ে খেলতে যায় বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শেষ হয় ভরাডুবিতে। এবাবের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যতিক্রম হয়নি। এবারও পারফর্ম করতে ব্যর্থ হয়েছে টাইগাররা। এ নিয়ে জাফর বলেন, ‘আইসিসি ইভেন্টে বাংলাদেশের গল্পটা এমনই। আমরা সম্ভবত শুধু সাকিব আল হাসানকেই দেখেছি ২০১৯ বিশ্বকাপে, যেখানে তিনি অসাধারণ পারফর্ম করেছিলেন। আমি জানি না এটা কি টুর্নামেন্টের চাপের কারণে হয় নাকি তারা অতিরিক্ত চাপ নিয়ে ফেলে, তারা যেন ঠিক পারফর্ম করতেই পারেনা।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মুশফিক-মাহমুদউল্লাহ ও অন্যান্য ব্যাটারদের ব্যর্থতার দিনে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতেই রেখেই বিদায় ঘণ্টা বেজে গেছে টাইগারদের। আগামী ২৭ ফেব্রুয়ারি নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল।

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট