Connect with us
ক্রিকেট

দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান!

Pakistan is coming to Bangladesh to play a two-format series!
জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ছবি- সংগৃহীত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে একইসঙ্গে বিদায় ঘণ্টা বেজেছে বাংলাদেশ ও পাকিস্তানের। এখন বাকি নিয়মরক্ষার ম্যাচ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে এই দুই দল। আগামী ২৭ ফেব্রুয়ারি শেষ হবে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশের। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী মার্চে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে। এই সিরিজ শেষে মে মাসে পাকিস্তান সফর করবে টাইগাররা। তবে এফটিপির বাইরেও পাকিস্তানের সঙ্গে ঘরের মাটিতে সাদা বলের সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশ। ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সম্প্রতি দুবাইয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে পিসিবি সভাপতি মহসিন নাকভির বৈঠক হয়েছে এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার বিষয়ে ইতিবাচক পিসিবিও। সব ঠিক থাকলে আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান।

আরও পড়ুন:

» অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচে বৃষ্টির জয়, সেমির সমীকরণ কী?

» মুশফিক-রিয়াদের কড়া সমালোচনায় বাংলাদেশের সাবেক কোচ 

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জুলাই-আগস্টে। এই সিরিজ নিয়ে ইতিবাচক দুই দেশের বোর্ড প্রধান।

আইসিসির এফটিপির অংশ হিসেবে মে মাসের শেষদিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেখানেও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন শান্তরা। এই সিরিজ শেষে জুন-জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে টাইগাররা। লঙ্কানদের মাটিতে ২ টেস্ট, ৩ ওয়ানডের সঙ্গে রয়েছে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ।

এছাড়া চলতি বছর এশিয়া কাপ, ভারত সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং আয়ারল্যান্ড সিরিজ রয়েছে বাংলাদেশের।

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট