Connect with us
ক্রিকেট

৩০ বছরের অপেক্ষা ৪ দিনেই ম্লান, ক্ষোভ ও হতাশা পাকিস্তানে

PAK
পাকিস্তানের ৩০ বছরের অপেক্ষা ৪ দিনেই ম্লান

স্টেডিয়াম সংস্কার, ভারতকে নিজেদের দেশে আনার সর্বাত্মক চেষ্টা। তবে সেটা ব্যর্থ হলেও বাকি সব দলই গিয়েছে পাকিস্তানে। প্রায় ৩০ বছর পর ঘরের মাঠে আইসিসি টুর্নামেন্ট। বিশাল উৎসবের আয়োজন ছিল। কিন্তু সে উৎসবে মাত্র ৪দিন শামিল হতে পারলো মোহাম্মদ রিজওয়ানরা। এখন শুধুই দর্শক হয়ে দেখার পালা।

১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর ৪ দিন পর ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের। কেবল হারই না, যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান, তাতে বেশ ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট বোর্ড। এমনকি চরম হতাশ ভক্তরা।

PAK FAN

ঘরের মাঠে এমন আয়োজন দেখতে টিভিতেও চোখ ছিল দর্শকদের।

এদিকে এতো দিন পরের এই আয়োজনে স্রেফ দর্শকের ভূমিকায় চলে যাওয়া পিসিবি নতুন করে কোচিং স্টাফ গোছাবে এটা স্বাভাবিক। আর সেটারই ফল ভোগ করতে হতে পারে দলটির বর্তমান কোচ আকিব জাভেদকে।


আরও পড়ুন:

» বাংলাদেশের বিপক্ষে ‘নাটক’ নিয়ে যা বললেন আফগান তারকা

» পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে এগিয়ে রাখছেন হরভজন


আকিব জাভেদকে আগামী ২৭ ফেব্রুয়ারি বিদায় করতে চায় পিসিবি। সংস্থার এক সূত্রকে উদ্ধৃত করে এমন খবরই প্রকাশ করেছে পিটিআই। তবে পিসিবি এখনই বড় রকমের কোনো ঘোষণা দিতে রাজি নয়। বর্তমানে চলমান ইভেন্ট সফলভাবে শেষ করার দিকেই তাদের নজর বলে উল্লেখ করা হয়েছে।

পিসিবি চায়, টুর্নামেন্টের সফল আয়োজন শেষ করতে, যাতে ভবিষ্যতে আইসিসির আরও কোনো ইভেন্ট আয়োজকের স্বত্ত্ব পেতে পারে দেশটি।

PAk Fan 2

৩০ বছর পর ঘরের মাঠে টুর্নামেন্ট. বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল গ্যালারিতে।

আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচই হতে পারে কোচ আকিব জাভেদের শেষ ম্যাচ। এদিকে ১৫ই মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজ। সেই সিরিজের মাধ্যমেই পাকিস্তান ক্রিকেটে কোচের চেয়ারে নতুন কাউকে দেখা যাবে।

তবে কোনো ক্রিকেটারের কপাল পুড়বে কীনা তা এখনই বলা যাচ্ছে না। কেননা ক্রিকেটাররা ভালোই ফর্মে আছে। তাছাড়া তরুণ দলই গড়ে আসরে অংশ নিয়েছিলো ম্যান ইন গ্রিনরা।

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট