Connect with us
ক্রিকেট

বাংলাদেশ ম্যাচ নিয়ে সতর্ক অবস্থানে পাকিস্তান

Pakistan coach talk about Bangladesh match
বাংলাদেশ প্রসঙ্গে কথা বললেন পাকিস্তান কোচ। ছবি- সংগৃহীত

নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গিয়েছে বাংলাদেশ। একই সাথে পাকিস্তানের টিকে থাকার শেষ আশাটুকুও কেড়ে নিয়েছে টাইগাররা। টুর্নামেন্ট থেকে বাদ পড়া বাংলাদেশ ও পাকিস্তান এবার মুখোমুখি হবে নিয়ম রক্ষার ম্যাচে।

আগামীকাল বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। তবে এই ম্যাচ নিয়ে বেশ সিরিয়াস অবস্থানে রয়েছে পাকিস্তান। গ্রুপের ভারত ও নিউজিল্যান্ড ম্যাচের মতো বাংলাদেশ ম্যাচকেও গুরুত্বপূর্ণ মনে করছেন দলটির প্রধান কোচ আকিভ জাভেদ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানের এই কোচ। যেখানে বাংলাদেশ ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘এটা চ্যাম্পিয়ন্স ট্রফি। শীর্ষ ৮টি দল খেলছে। আগের যে কোনো ম্যাচের মতোই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। কাল খুব গুরুত্বপূর্ণ দিন। আমরা কঠোর পরিশ্রম করে কালকের জন্য প্রস্তুত হবো।’

আরও পড়ুন:

» মাহমুদউল্লাহ ছুটি কাটাতে গেছেন, মনে করেন ওয়াসিম আকরাম

» বাংলাদেশের বিপক্ষে ‘নাটক’ নিয়ে যা বললেন আফগান তারকা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন ম্যাচ না জিতে ছিটকে যাওয়ার পর বেশ সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান। তবে খেলার দিকে মনোযোগ রাখার কথা বলেছেন আকিভ জাবেদ, ‘বাইরে যাই চলুক না কেন আমরা নির্দিষ্ট ম্যাচের দিকেই সবসময় মনোযোগ রাখি। প্রতিটি ম্যাচে ব্রেনের ওপর অনেক চাপ থাকে। ব্যাট করতে গেলে কাজটা কিন্তু সোজা না। শূন্য থেকে শুরু করতে হয়।’

প্রসঙ্গত, শিরোপা জয়ের আশা নিয়ে দেশ ছাড়লেও ভারতের বিপক্ষে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল শান্ত বাহিনী। এরপর নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয় টুর্নামেন্ট থেকে। ঠিক একই ভাবে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাকিস্তানও। তাই নিজেদের শেষ ম্যাচ জিতে বৈশ্বিক এই টুর্নামেন্ট সমাপ্ত করতে চাইবে উভয় দল।

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট