Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের জন্য দুঃসংবাদ

Bangladesh and Pakistan team
বাংলাদেশ-পাকিস্তান দল। ছবি- সংগৃহীত

নিজেদের প্রথম দুটি করে ম্যাচ হেরে চ্যাম্পিয়ন ট্রফি থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। উভয় দলই হেরেছে ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার গ্রুপ পর্বের শেষ খেলায় নিয়ম রক্ষার ম্যাচে আগামীকাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় ঘন্টা বাজলেও বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ থাকছে দেশটিতে। কারণ টিকিট ছাড়ার পর দ্রুত সময়ে ম্যাচের সব টিকিট শেষ হয়ে গিয়েছিল দর্শকদের আগ্রহের কারণে। দারুন একটি ম্যাচ উপভোগ করার মধ্য দিয়ে টুর্নামেন্টের শেষটা ভালো করতে চায় উভয় দল। তবে দর্শকদের জন্য নেমে এসেছে নতুন এক দুঃসংবাদ।

জানা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সম্ভাবনা রয়েছে বৃষ্টির। যা ভেস্তে দিতে পারে দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা এই ম্যাচটি। এর আগে গতকাল একই মাঠে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। যাতে করে মাঠে গড়ায়নি একটিও বল। বাংলাদেশ ম্যাচ নিয়েও রয়েছে শঙ্কা।

আরও পড়ুন:

» বাংলাদেশ ম্যাচ নিয়ে সতর্ক অবস্থানে পাকিস্তান

» এক ম্যাচ হাতে রেখেই কাবাডি টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ

আবহাওয়া রিপোর্ট বলছে, ম্যাচের দিন রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের বেশি। এদিন দুপুর থেকেই বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। ম্যাচ শুরুর সময় অর্থাৎ বিকেল তিনটার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেল ৫টার দিকে বৃষ্টি আরও বাড়তে পারে। সেক্ষেত্রে ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ালেও কম আসতে পারে ওভার সংখ্যা। 

প্রসঙ্গত, শিরোপা জয়ের আশা নিয়ে দেশ ছাড়লেও ভারতের বিপক্ষে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল শান্ত বাহিনী। এরপর নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয় টুর্নামেন্ট থেকে। ঠিক একই ভাবে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাকিস্তানও। তাই নিজেদের শেষ ম্যাচ জিতে বৈশ্বিক এই টুর্নামেন্ট সমাপ্ত করতে চাইবে উভয় দল।

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট