Connect with us
অন্যান্য

এক ম্যাচ হাতে রেখেই কাবাডি টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ

Kabadi
ঘরের মাঠে কাবাডি টেস্ট সিরিজে নেপালকে হারিয়ে দিলো বাংলাদেশ

জাতীয় খেলা কাবাডিতে বেশ ভালো সংবাদ উপহার দিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেছে মিজানুরের দল।

বুধবার পল্টন ময়দানে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে বাংলাদেশ ৪৯-২৪ পয়েন্টে হারিয়েছে নেপালকে। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলেও পরের ম্যাচ হেরে যায়। এরপর টানা দুটি ম্যাচ জিতলো লাল-সবুজের দল।

Kabadi 2

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে লাল-সবুজের দল।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৫৩-২৯ পয়েন্টে নেপালকে হারায়। এরপর দ্বিতীয় ম্যাচে নেপাল ৪৫-৪২ পয়েন্টে জয় পেয়ে সিরিজে সমতা আনে। বাংলাদেশ আবার সিরিজে এগিয়ে যায় তৃতীয় ম্যাচে ৪২-৩৭ পয়েন্টে নেপালকে হারিয়ে।

আরও পড়ুন:

» মাহমুদউল্লাহ ছুটি কাটাতে গেছেন, মনে করেন ওয়াসিম আকরাম

» ৩০ বছরের অপেক্ষা ৪ দিনেই ম্লান, ক্ষোভ ও হতাশা পাকিস্তানে

চতুর্থ ম্যাচের ছয় মিনিটে প্রথম লোনা পায় বাংলাদেশ। তিন মিনিট পর দ্বিতীয় লোনা পেয়ে ম্যাচে আরও এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে ১৩ পয়েন্টের ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ৩১ পয়েন্ট ছিল বাংলাদেশের। আর নেপালের সংগ্রহে ছিল ১৮ পয়েন্ট।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ আরও দুইটি লোনা পাওয়ায় অনেক পিছিয়ে যায় নেপাল। সেখান থেকে আর খেলায় ফিরতে পারেনি তারা। খুব সহজেই ম্যাচ নিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। আগামী শুক্রবার পঞ্চম ও শেষ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার।

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য