Connect with us
ফুটবল

শেখ মোরসালিনের বিরুদ্ধে মামলা করলেন তার স্ত্রী

Footballer Sheikh Morsalin
শেখ মোরসালিন। ছবি- সংগৃহীত

দুই বছর হয়নি আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার, তবে এরই মধ্যে আলোচনা-সমালোচনা সবই ভোগ করেছেন শেখ মোরসালিন। বাংলাদেশের ফুটবলে আগামীর ভবিষ্যৎ হিসেবে মনে করা হচ্ছিল এই তরুণ ফুটবলারকে। মদ কাণ্ডের পর এবার নতুন আরেক বিতর্কে জড়ালেন জাতীয় দলের এই ফুটবলার। যেখানে নিজের স্ত্রী করেছেন তার নামে মামলা।

জানা গেছে যৌতুক চাওয়ার অভিযোগে শেখ মোরসালিনের বিরুদ্ধে এই মামলা করেছেন তাঁর স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল। আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে এই মামলা করেন সেঁজুতি। এতে করে ছোট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো বড় ধরনের বিতর্কের মুখে পড়লেন উদীয়মান এই তারকা।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেঁজুতি বিনতে সোহেলের ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন মোরসালিন। একপর্যায়ে যৌতুকের জন্য সেঁজুতিকে মানসিকভাবে চাপ প্রয়োগ ও নির্যাতন করা হয়।

আরও পড়ুন:

» বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের জন্য দুঃসংবাদ

» আফগানদের রানের পাহাড়, জিততে পারবে তো ইংল্যান্ড?

অভিযোগে গত বছরের ১০ ডিসেম্বর রাতের এক ঘটনার কথা উল্লেখ করা হয়, যেখানে সেঁজুতির বাবার বাড়িতে গিয়ে যৌতুকের জন্য মোরসালিন হুমকি-ধমকি দিয়েছেন বলে জানা যায়। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে আজ দেশের এক সংবাদ মাধ্যমকে মোরসালিন বলেন, ‘যেহেতু মামলা হয়েছে, আমি আইনিভাবেই এটার মোকাবিলা করব।’

এর আগে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর জড়িয়েছিলেন মদ কাণ্ডে। যেখানে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে ফেরার সময় মোরসালিনসহ পাঁচ ফুটবলারকে কাস্টমস আটকায় ৬৪ বোতল মদসহ। যে খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন মিডিয়ায়। পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞায় ছিলেন ওই পাঁচ ফুটবলার।

২০২৩ সালের জুনে জাতীয় দলের জার্সি প্রথমবারের মতো অভিষেক হয় মোরসালিনের। এখন পর্যন্ত দেশের হয়ে ৯ ম্যাচে ৪ গোল করেছেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। আগামী মাসের এশিয়া কাপ বাছাইপর্বের প্রাথমিক দলেও আছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল