Connect with us
ক্রিকেট

ব্যর্থ মিশন শেষে শান্ত ও রিজওয়ানের কণ্ঠে একই সুর

Nazmul H Shanto-Mohammad Rizwan
চ্যাম্পিয়ন্স ট্রফির ভুল থেকে শেখার কথা জানালেন শান্ত-রিজওয়ান ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ও স্বাগতিক দল হিসেবে এবারের আসরে শিরোপা জয়ে অন্যতম ফেবারিট দল ছিল পাকিস্তান। অন্যদিকে গত আসরে সেমিফাইনাল খেলা বাংলাদেশ এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছিল। তবে শিরোপা জয় তো দূরের কথা, নকআউট পর্বেই উঠতে পারেনি কেউ। টুর্নামেন্ট শুরুর ছয় দিনের মাথায় একইসঙ্গে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের।

এক ম্যাচ হাতে রেখেই বাদ পড়া এ দুই দলেরই আজ (বৃহস্পতিবার) নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। ফলে জয়হীন থেকেই ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ হয়েছে এ দুই দলের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের একাদশ নির্বাচন, পরিকল্পনাসহ বিভিন্ন ক্ষেত্রে ভুল ছিল বাংলাদেশ ও পাকিস্তান দুই দলেরই। ভুলে ভরা এই টুর্নামেন্ট শেষে দলটির দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ রিজওয়ানের কণ্ঠেও শোনা গেল একই সুর। নিজেদের ভুলের কথা শিকার করার পাশাপাশি এই ভুলগুলো থেকেই শিক্ষা নিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিতে চান তারা।

আরও পড়ুন:

» অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে সেমিতে উঠবে কারা?

» ২০২৫ এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত, খেলবে ৮ দল 

এ বিষয়ে বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেন, ‘আমরা দুটি ম্যাচ জিততে না পারলেও আমাদের বোলাররা শেষ পর্যন্ত লড়াই করে গেছেন। এটা আমাদেরকে ভবিষ্যতে অনুপ্রেরণা জোগাবে। আমরা অবশ্যই কিছু ভুল করেছি। তবে সেগুলো শুধরে নিয়ে সঠিক পরিকল্পনার ভিত্তিতে সামনেক দিকে এগোতে চাই। আমরা জয়ে ফিরতে পারলে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সামনে ভালো কিছু হবে।’

অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের প্রত্যাশা ছিল অনেক ভালো কিছু করার। কিন্তু আমরা প্রত্যাশিত পারফর্ম করতে পারিনি। সবশেষ কয়েকটা ম্যাচে আমরা কিছু ভুল করেছি। আশা করছি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে দিকে এগিয়ে যেতে পারব।’

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আসরে কেউ কোনো জয় না পেলেও পাকিস্তানের উপরে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। নেট রান রেটে এগিয়ে থাকায় এ গ্রুপের ৩ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ হয়েছে শান্তদের। ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নেট রানরেট -০.৪৪৩। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে চারে থাকা পাকিস্তানের নেট রান রেট -১.০৮৭।

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট