Connect with us
ক্রিকেট

চ্যালেঞ্জের ম্যাচে টস জিতলো আফগানরা, ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

TOSS
টস করছেন দুই দলের দুই অধিনায়ক

আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি আফগানিস্তান-অস্ট্রেলিয়া। এর আগে গ্রুপপর্বের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামা আফগানরা। আজ বিগ ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যাদের বিরুদ্ধে ২০২৩ বিশ্বকাপে চমক দেখাতে দেখাতে হেরেছিল রশিদ খানরা।

আজকের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। ফলে আগে ফিল্ডিং করবে স্টিভ স্মিথের দল। পাকিস্তানের লাহোরে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

‘বি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান তিন দলই সেমিফাইনালের দৌড়ে টিকে আছে। ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপের আরেক দল ইংল্যান্ডের। ২ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সমান ৩ করে পয়েন্ট আছে। ২ পয়েন্ট আছে আফগানিস্তানের।


আরও পড়ুন:

» ভারত-পাকিস্তান দ্বৈরথ এ বছর আবারও? কবে-কোথায়

» অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে সেমিতে উঠবে কারা?


গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলে বা ১ পয়েন্ট পেলেই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে অস্ট্রেলিয়া। হেরে গেলেও সেমির সুযোগ থাকবে অজিদের। তখন এই গ্রুপের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের ফলাফলের দিকে চেয়ে থাকবে অস্ট্রেলিয়া। ম্যাচে প্রোটিয়ারা জিতলে বিদায় ঘটবে স্টিভ স্মিথদের। তবে দক্ষিণ আফ্রিকা হারলে বিবেচনায় আসবে রান রেট।

আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদী (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, নুর আহমদ ও ফজল হক ফারুকী।

অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশানে, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দারসুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট