Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা

Spectators will get free iftar at Champions Trophy matches
দুবাইয়ের গ্যালারিতে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা। ছবি- সংগৃহীত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরই মধ্যে অর্ধেকের বেশি ম্যাচ সমাপ্ত হয়েছে। তবে টুর্নামেন্ট চলাকালেই শুরু হচ্ছে মুসলিম উম্মাহর পবিত্র মাহে রমজান। এই পবিত্র রমজান উপলক্ষ্যে দারুণ এক উদ্যোগ নিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচগুলোতে গ্যালারিতে থাকা দর্শকদের বিনামূল্যে ইফতার দেবে দেশটির ক্রিকেট বোর্ড।

গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসিবি। আগামী ২ মার্চ দুবাইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ থেকেই দর্শকদের বিনামূল্যে ইফতার বিতরণ করবে আরব আমিরাতের ক্রিকেট বোর্ড।

ইসিবি এক বিবৃতিতে জানায়, ‘এমিরেটস ক্রিকেট বোর্ড রমজান মাসের প্রকৃত চেতনাকে সম্মান জানাতে ঘোষণা করছে যে,দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির বাকি ম্যাচগুলো দেখতে আসা রোজাদার দর্শকদের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। ২ মার্চ রবিবার ‘এ’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ড ও ভারত খেলবে, যা পবিত্র রমজান মাসে দুবাইয়ের প্রথম ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে এই উদ্যোগটি শুরু হবে। রোজা ভাঙার সময় হওয়ার আগেই স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সমস্ত জায়গায় ইফতারি বক্স বিতরণ করা হবে।’

আরও পড়ুন:

» সেমিতে যেতে অস্ট্রেলিয়াকে ২৭২ রানে আটকাতে হবে আফগানদের

» পিএসএল ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি 

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক দেশ পাকিস্তান। তবে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে ভারত আপত্তি জানানোয়, তাদের ম্যাচগুলো দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে। তাই ভারতের সবগুলো ম্যাচ এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। ২ তারিখে গ্রুপ পর্বের ম্যাচে শেষে ৪ মার্চ একই মাঠে সেমিফাইনাল খেলবে ভারত। সেমির প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। সেমিফাইনাল জিতে ফাইনালে উঠতে পারলে সেই ম্যাচটিও দুবাইয়ে অনুষ্ঠিত হবে। তবে ভারত সেমিফাইনাল থেকে বিদায় নিলে ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে।

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট