Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ইংলিশ অধিনায়কের পদত্যাগ

Jos Buttler has resigned as England's white-ball captain
ইংলিশদের দায়িত্ব ছাড়ছেন জস বাটলার। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কের পদ থেকে সরে দাড়ালেন জস বাটলার। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন এই তারকা।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেভাগেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছে দলটির। আগামীকাল নিয়মরক্ষার ম্যাচে করাচিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংলিশরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন ব্যর্থতার পর বেশ সমালোচনার মুখে পড়েন বাটলার। তার নেতৃত্বে আস্থা হারিয়েছেন ইংল্যান্ডের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। দেশটির সাবেক অধিনায়ক নাসের হুসেই বলেন, বাটলারের এখনই সরে দাঁড়ানো উচিত। এছাড়া মাইক আথারটান, মাইকেল ভনরাও তার সরে দাঁড়ানোর পক্ষে। শেষ পর্যন্ত সমালোচনার মুখেই পদত্যাগ করলেন বাটলার।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা

» পিএসএল ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি 

নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বাটলার বলেন, ‘এটাই আমার জন্য এবং দলের জন্য সঠিক সিদ্ধান্ত। আশাকরি নেতৃত্বে নতুন কেউ আসবেন এবং বেজকে (ব্রেন্ডন ম্যাককালাম) সঙ্গে নিয়ে দলকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।’

বাটলাটের পর ইংল্যান্ডের নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকবেন হ্যারি ব্রুক। বর্তমানে ইংলিশদের সহ-অধিনায়ক হিসেবে আছেন ২৬ বছর বয়সী এই তারকা ব্যাটার।

২০২২ সালের জুনে ইয়ন মরগানের অবসরের পর সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান বাটলার। তার নেতৃত্বে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। তবে তার নেতৃত্বে পরের তিনটি আইসিসি ইভেন্টে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল এবং এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইংলিশ লায়ন্সরা।

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট