Connect with us
ক্রিকেট

বাংলাদেশ আজ যেভাবে পেতে পারে বাড়তি ৩ কোটি টাকা

Bangladesh team in champions trophy
বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে এরইমধ্যে দেশে ফিরে এসেছে টাইগার ক্রিকেটাররা। এদিকে আজ নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। এতোমধ্যে ইংলিশরা নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। তবে সেই ম্যাচের দিকেই আজ নজর থাকবে বাংলাদেশের।

মূলত এখানে কোন সেমিফাইনালের হিসেব-নিকেশ মেলানো হবে না; বরং নিজেদের আয়ের সম্ভাবনা বাড়াতে আজকের ম্যাচে চোখ রাখবে বাংলাদেশ। আর যেখানে ইংল্যান্ডের পরাজয় প্রত্যাশা করবে টাইগাররা। কেননা আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে আইসিসির কাছ থেকে বাড়তি ৩ কোটি টাকা বেশি পাবে বাংলাদেশ দল।

কারণ আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী টুর্নামেন্টের সপ্তম এবং অষ্টম দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যার অর্থ দাঁড়ায় প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা। এদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় এক পয়েন্ট নিয়ে বর্তমানে সপ্তম অবস্থানে রয়েছে টাইগাররা।

আরও পড়ুন:

» তামিম-আশরাফুলদের বিপক্ষে খেলতে যাচ্ছেন সাকিব

» ভারত পাচ্ছে হোম সুবিধা, অসন্তোষ দক্ষিণ আফ্রিকা দলে

আজ যদি পরাজিত হয় ইংল্যান্ড, তবে তারা নেমে আসবে অষ্টম অবস্থানে। এতে পাকিস্তান উঠে আসবে সাত নম্বরে। ফলে বাংলাদেশ উন্নীত হবে ষষ্ঠ অবস্থানে। আর তাহলে প্রায় আড়াই গুণ বেড়ে যাবে বাংলাদেশের প্রাইজমানি। টাকার অংকে যার মূল্য দাঁড়ায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা।

তাই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরলেও বাংলাদেশের নজর থাকবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এই ম্যাচের দিকে। এছাড়া প্রতিটি দল চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্টে অংশগ্রহণের জন্যই পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা করে।

উল্লেখ্য, শিরোপা জয়য়ের লক্ষ্য নিয়ে দেশ ছাড়লেও সাফল্যের ছিটেফোটাও পায়নি টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচে ভারত এবং পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয় শান্তদের। এরপর পাকিস্তানের বিপক্ষে ম্যাচও ভেসে যায় বৃষ্টিতে।

ক্রিফোস্পোর্টস/১মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট