Connect with us
ফুটবল

রিয়াল ও লিভারপুলে খেলা তারকা এখন বাংলাদেশের লিগে!

Basundhara
আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোকে এনেছে বসুন্ধরা কিংস

স্প্যানিশ জায়ান্ট টিম রিয়াল মাদ্রিদ ও ইংলিশ দাপুটে ক্লাব লিভারপুলের হয়ে খেলা ফুটবলার এবার খেলবেন বাংলাদেশের মাটিতে। শুধু মাটিতেই নয়, খেলবেন বাংলাদেশের লিগে। প্রিমিয়ার লিগের মাঝামাঝি সময় আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস।

এবারের প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস তেমন জ্বলে উঠতে পারেনি। মোহামেডানের চেয়ে তারা পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টে। দলের শক্তি বাড়াতে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোকে দলে এনেছে তারা। লেসকানোর জন্ম ১৯৯২ সালে আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে।

স্পেনের মাদ্রিদ শহরের ক্লাব ইন্টার দি মাদ্রিদে ফুটবল শুরুর পর করেন। ২০১০ সালে যোগ দেন লিভারপুলের যুব দলে। সেই মৌসুমেই অল্প সময়ের জন্য লেসকানো খেলেছিলেন রিয়াল মাদ্রিদের যুব দলেও।


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফির পর কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ?

» বিদায় বেলায় হান্নান বললেন ‘সাকিব একজনই’


এরপর যোগ দেন সৌদি আরবের ক্লাব আল আহলিতে। সুইজারল্যান্ড, রাশিয়া, চীন ঘুরে ৩২ বছর বয়সে লেসকানো যোগ দিলেন বসুন্ধরা কিংসে। চীনের ক্লাব চংকিং টংলিয়াংলং এফসিতে সবশেষ খেলেছেন তিনি।

শুক্রবার বাফুফে কিংসের ৩২ জনের তালিকা জানিয়েছে। সেই তালিকায় ৯৯ নম্বর জার্সিতে নাম আছে লেসকানোর। পাশাপাশি কিংসে আবারও ফিরছেন উজবেকিস্তানের মিডফিল্ডার আসরোর গফুরভ। ৭৭ নম্বর জার্সিতে খেলবেন তিনি। আছেন ব্রাজিলিয়ান সেন্টারব্যাক দোসিয়েল এলিস দোস সান্তোসও।

ক্রিফোস্পোর্টস/১মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল