Connect with us
ক্রিকেট

পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন তামিম ইকবাল

Tamim Iqbal wishes a blessed Ramadan
সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তামিম। ছবি- সংগৃহীত

আগামীকাল (রোববার) থেকে শুরু হচ্ছে মুসলিম উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রমজান মাস। সকল মুসলমানদের এই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।

আজ শনিবার (১ মার্চ) তামিম তার অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘রমজান মাস সকলের জন্য শান্তি, ভালোবাসা ও সম্প্রীতি বয়ে আনুক। রমজানের শুভেচ্ছা।’

গত জানুয়ারিতে জাতীয় দল থেকে অবসর নেন তামিম। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন এই ড্যাশিং ওপেনার। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার হাত ধরেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে দক্ষিণাঞ্চলের ফ্রাঞ্চাইজিটি।

আরও পড়ুন:

» ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চাইলেন তামিম

» সেমিফাইনালের আগে চোট নিয়ে নতুন দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া 

অবশ্য রমজানেও বিশ্রামের সুযোগ নেই তামিমের। আগামী ৩ মার্চ থেকেই শুরু হচ্ছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুম। আসন্ন এই টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে থাকবেন তামিম। এই দলে তামিম ছাড়াও থাকছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেনের মতো তারকা ক্রিকেটাররা।

১২ দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করা হয়েছে। আগামী ৩ ও ৪ তারিখ ডিপিএলের প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দুইদিনের খেলা শেষে একদিন করে রেস্ট ডে থাকবে। এভাবেই পর্যায়ক্রমে বাকি রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১মার্চ২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট