Connect with us
ক্রিকেট

পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে যা বললেন সাকিব

Shakib Al Hasan wishing for Ramadan
পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন সাকিব। ছবি- ফেসবুক

আজ রোববার থেকে শুরু হলো মুসলিম উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র রমজান মাস। বরকতময় এই মাসের উছিলায় গোটা বিশ্বে শোনা যাচ্ছে শান্তির বার্তা। এবার সকল মুসলমানদের এই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

গতকাল মধ্যরাতে সাকিব তার অফিশিয়াল ফেসবুক পেইজের এক বার্তায় সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। যেখানে তিনি লেখেন, ‘রমদান করিম! এই পবিত্র মাস সবার জন্য শান্তি, বরকত ও শক্তি বয়ে আনুক। সবাই ভালো থাকুন!

বর্তমানে ক্রিকেট থেকে বাইরে রয়েছেন সাকিব আল হাসান। জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি ফরমেট থেকে এরই মধ্যে অবসর ঘোষণা করেছেন এই টাইগার অলরাউন্ডার। এখন কেবল আছেন ওয়ানডে ফরমেটে। অবশ্য সেখানে দীর্ঘদিন রয়েছেন জাতীয় দলের বাইরে। এছাড়া অ্যাকশন জটিলতায় বোলিংয়ে নিষেধাজ্ঞা আছে তার।

আরও পড়ুন:

» ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (২ মার্চ ২৫)

» বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদে যুক্ত হচ্ছেন কিংবদন্তি মুশতাক

অবশ্য ঘরের মাঠে যেকোনো ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন তিনি। আর ব্যাট হাতে মাঠে নামতেও নেই কোন বাধা। কিছুদিন আগে শোনা গিয়েছিল, ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব। তবে শেষ মুহূর্তে এসে আটকে যায় আনুষ্ঠানিক চুক্তি। তবে চলতি মাসেই সাবেক ক্রিকেটারদের লিগে খেলতে দেখা যাবে তাকে।

উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি। এরপর রাতে এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবিহর নামাজ আদায় করেন। আর ভোর রাতে সাহরি সম্পন্ন করে রোজা রাখেন তারা। বর্তমানে পরিবারের সঙ্গে দেশের বাইরে রয়েছেন সাকিব।

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট