Connect with us
ফুটবল

বড় হোঁচট খেল রিয়াল, হারাল শীর্ষে ওঠার সুযোগ

Real madrid lost against Real Betis
বেটিসের কাছে হারল রিয়াল মাদ্রিদ। ছবি- রিয়াল মাদ্রিদ

লা লিগায় আজ রাতে রিয়াল মাদ্রিদের সামনে ছিল টেবিলের শেষে উঠার সুযোগ। যেখানে রিয়াল বেটিসের বিপক্ষে জিতলেই বার্সেলোনাকে পেছনে ফেলে লিগের চূড়ায় উঠে যেত লস ব্লাঙ্কোসরা। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলো না মাদ্রিদ। উল্টো পাঁচ বছর পর বেটিসের কাছে পরাজিত হয়ে তালিকার তিন নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

গতকাল (শনিবার) রাতে বেটিসের মাঠে আগে লিড নিয়েও ২-১ গোলে পরাজিত হয় বর্তমান চ্যাম্পিয়নরা। এদিন ম্যাচের ১০ম মিনিটেই দলকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ। এরপর ম্যাচের ৩৪ মিনিটে কর্নার থেকে জোরালো হেডে গোল করে বেটিসকে সমতায় ফেরান কারদোসো। আর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে বেটিসকে উদযাপনের উপলক্ষ এনে দেন ইসকো।

এদিকে দুই ম্যাচ নিষেধাজ্ঞায় থাকায় রিয়ালের জার্সিতে এদিন মাঠে নামতে পারেননি জ্যুড বেলিংহ্যাম। তবে ভিনিসিয়ুস জুনিয়র কিংবা কিলিয়ান এমবাপ্পেরা ভরসা দেবেন দলকে, ভাবা হচ্ছিল তেমনটাই। তবে তেমন কিছু করতে পারেনি তারা। বল দখলে এগিয়ে থাকলেও ফিনিশিং দুর্বলতায় ম্যাচ হারতে হয় রিয়ালকে।

আরও পড়ুন:

» পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে যা বললেন সাকিব

» ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (২ মার্চ ২৫)

এর আগেও বিভিন্ন সময় শেষ মুহূর্তে জোরালো কামব্যাক দেয়ার নজির রয়েছে রিয়াল মাদ্রিদের। তবে এদিন পিছিয়ে পড়ার পর লম্বা সময় পেলেও ম্যাচে আর ফিরতে পারেনি তারা। এমনকি ভালো তেমন সম্ভাবনাও জাগাতে পারেননি ভিনি-এমবাপ্পেরা। নির্ধারণ সময়ের ১৫ মিনিট আগে বদলি নামা এন্ড্রিক ফেলিপে দারুন এক সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হয়ে পারেননি কাজে লাগাতে।

এই ম্যাচ হেরে লা লিগায় বড় ধাক্কা খেল রিয়াল। আজ জিততে পারলে শীর্ষে উঠে যেত তারা। তবে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে এসেছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা সমান ৫৪ পয়েন্ট নিয়েই প্রথম থেকে দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে। আর একই রাতে জয় তুলে নিয়ে রিয়ালের সমান ম্যাচে ৫৬ পয়েন্টে শীর্ষে উঠে এসেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। 

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল