Connect with us
ফুটবল

কলকাতায় আসছেন মেসি! দেখা যেতে পারে বাংলাদেশেও?

Lionel Messi
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

বিশ্ব ফুটবলের এক অনন্য নাম– লিওনেল মেসি। গেল কাতার বিশ্বকাপের শিরোপা জিতে নিজেকে নতুন মাত্রায় নিয়ে গেছেন এই তারকা ফুটবলার। এবার শোনা যাচ্ছে বিশ্বকাপ জয়ী এই ফুটবলার আসতে যাচ্ছেন কলকাতায়। আর এতেই প্রশ্ন উঠেছে, পার্শ্ববর্তী দেশে সফর করলে মেসি কি তবে উপস্থিত হবেন বাংলাদেশেও।

শোনা যাচ্ছে এবারের সফরে শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় আসবেন মেসি। এর আগে এই ক্রীড়া সংগঠকের হাত ধরেই ফুটবল কিংবদন্তি পেলে, মারাডোনা, কাফু, দুঙ্গা, ভালদেরেমারসহ অন্যান্য তারকাদের আগমন ঘটেছিল কলকাতায়। এবার এক ফেসবুক পোস্টে মেসিকে নিয়ে আসার ইঙ্গিত দিলেন শতদ্রু।

মেসির সঙ্গে নিজের ছবি পোস্ট করে শতদ্রু লিখেন, ‘অন্তর থেকে কিছু চাইলে গোটা দুনিয়া তোমাকে সেই জিনিস পাইয়ে দেয়ার চেষ্টা করবে।’

আরও পড়ুন:

» আরবের মাটিতে আফিদাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ আজ

» ফুটবলে আসছে একগুচ্ছ নতুন নিয়ম, সময় নষ্ট করলেই বিপদ!

এর আগে কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতায় নিয়ে এসেছিলেন শতদ্রু দত্ত। সেবার বাংলাদেশেও এসেছিলেন বিশ্বকাপ জয়ী সেই ফুটবলার। যদিও সে সময় ভক্তরা মার্টিনেজকে কাছ থেকে দেখার তেমন একটা সুযোগ পাননি।

এদিকে এর আগেও বিভিন্ন সময় মেসিকে ভারতে নিয়ে আসার ইচ্ছের কথা জানিয়েছিলেন শতদ্রু। এবার তার এমন পোস্টে আশায় বুক বাধছেন ভক্ত সমর্থকরা। তবে কবে নাগাদ আসতে পারেন মেসি, বা নিশ্চিত আসবেন কিনা, সে বিষয়ে কিছু জানাননি শতদ্রু। আর মেসি এলেও বাংলাদেশে আসবেন কিনা, তা সময়ই বলে দেবে।

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল