Connect with us
ফুটবল

ফ্রি-কিকে দারুন গোল, সান্তোসে উড়ছেন নেইমার

Neymar junior goal with free kick
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ফুটবলের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। আল হিলালে তার সময়টা কাটেনি ভালো। প্রায় পুরোটা সময়ই ইনজুরির কারণে মাঠের বাইরে কাটিয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। চোট কাটিয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। এবার পুরনো ঠিকানাতেই যেন উড়ছেন এই তারকা ফুটবলার।

আজ সকালে ব্রাগান্তিনোর বিপক্ষে খেলতে নেমে দারুন এক গোল করেছেন নেইমার। ক্যাম্পেওনাতো পলিস্তার কোয়ার্টার ফাইনালে সান্তোসের হয়ে মাঠে নামেন তিনি। যেখানে তার দল জিতেছে ২–০ গোলে। দলের হয়ে প্রথম গোলটি করেন নেইমার। অন্য গোলটি এসেছে জোয়াও শামিথের পা থেকে।

আগের ম্যাচেই ভিলা বেলমিরোতে কর্নার থেকে সরাসরি অলিম্পিক গোল করেছিলেন নেইমার। এবার ব্রাগান্তিনোর বিপক্ষে সরাসরি ফ্রি-কিক থেকে গোল করলেন তিনি। বাম প্রান্তে প্রতিপক্ষ বক্সের বাইরে ফ্রি-কিক পায় সান্তোস। আর স্পট কিক থেকে সরাসরি অসাধারণ এক জোড়ালো শটে গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

আরও পড়ুন:

» ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

» চ্যাম্পিয়ন্স ট্রফি: সেমির দল চূড়ান্ত, কবে কার ম্যাচ?

এতে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন নেইমার। আর সান্তোসের হয়ে গেল এক মাসে ৭ ম্যাচ খেলা হয়ে গেছে তাঁর। যার মাঝে ৬ ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। যার মধ্যে ৪ ম্যাচেই সেরা ফুটবলার হয়েছেন এই তারকা। যেখানে নেইমারের নামের পাশে আছে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট। অবশ্য ফেরার পর প্রথম তিন ম্যাচে গোলের দেখান পাননি তিনি।

এদিকে ইনজুরি কাটিয়ে ফেরার পর ঠিক ভাবে আল হিলালে খেলার সুযোগ পাচ্ছিলেন না নেইমার। আর ফিটনেস ইস্যুতে প্রতিযোগিতামূলক ম্যাচে তার ওপর ভরসা রাখছিল না দল। এতে চুক্তি শেষে আর হিলালের সঙ্গে নতুন করে চুক্তি করেননি নেইমার। আসন্ন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি সারতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল