Connect with us
ফুটবল

সান্তোসে নেইমার দেখাচ্ছেন, তিনি এখনো ফুরিয়ে যাননি

NEymar
নেইমার লিখেছেন, এই স্বপ্ন থেকে জাগাবেন না আমাকে।

ব্রাজিল ফুটবলের অন্যতম পোস্টারবয়, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে মাঠে। বড় কোনো শিরোপা না জেতায় সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই তো ছন্দে ফিরতে বহু দেশ ঘুরে আবারও পাড়ি জমিয়েছেন শৈশবের ক্লাবে। সেখানেই যেন নেইমারের প্রাণশক্তি।

সৌদির ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন ইতিহাস গড়ে। কিন্তু চোট আর ইনজুরি তাকে সেভাবে মাঠেই নামতে দেয়নি। আগামী ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে ঝালিয়ে নিতে ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে। এ যেন মাতৃভূমি, সেখানে এসেই নিজেকে খুঁজে পেয়েছেন নেইমার।

 neymar santos

সান্তোসে ৭ বার মাঠে নেমে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ৪টিতেই।

ব্রাজিলের ক্লাবে ফিরে এক মাসে খেলেছেন ৭টি ম্যাচ। একাদশে ছিলেন ৬ ম্যাচ, অপরটি খেলেছেন বদলি হয়ে। ৭ বার মাঠে নেমে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ৪টিতেই! সবশেষ বাংলাদেশ সময় আজ সোমবার সকালে ব্রাগান্তিনোর বিপক্ষেও জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।


আরও পড়ুন:

» ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

» ফ্রি-কিকে দারুন গোল, সান্তোসে উড়ছেন নেইমার


আর এভাবে নিজেকে খুঁজে পেয়ে নেইমারও আছেন স্বপ্নের ঘোরে। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, এই স্বপ্ন থেকে জাগাবেন না আমাকে।’ অর্থাৎ স্বপ্নই যেন দেখছেন পেলের এই উত্তরসূরী।

সোমবার সকালে ক্যাম্পেওনাতো পলিস্তার কোয়ার্টার ফাইনালে ব্রাগান্তিনোকে ২–০ গোলে হারিয়েছে সান্তোস। ভিলা বেলমিরোতে নবম মিনিটে নেইমার করেছিলেন প্রথম গোলটি। জোয়াও শামিথের পা থেকে আসে দ্বিতীয় গোলটি।

Young Neymar

সান্তোসে যেন ফিরেছেন সেই কিশোর নেইমার।

আগের ম্যাচে অলিম্পিক গোল অর্থাৎ সরাসরি কর্নার থেকে গোল করেছিলেন নেইমার। এবার তিনি গোল করলেন সরাসরি ফ্রি কিক থেকে। ডান প্রান্তে প্রতিপক্ষ বক্সের বাইরে ফ্রি–কিক পেয়েছিল সান্তোস।

২০১৪ বিশ্বকাপে ছন্দে থেকেও ইনজুরিতে ছিটকে যান। ঘরের মাঠে বাদ পড়ে ব্রাজিল। ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বেলজিয়ামের কাছে হেরে বাদ পড়া। আর ২০২২ বিশ্বকাপেও সেই শেষ আট থেকে ছিটকে যাওয়া। টাইব্রেকার ভাগ্যে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়েছিল সেলেকাওরা।

ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল