
বাংলাদেশের ফুটবল ভক্তরা অপেক্ষায় আছেন হামজা চৌধুরীর দেশে ফেরার। লাল-সবুজের জার্সিতে মাঠ মাতাবেন এই তারকা ফুটবলার, এমনটাই চাওয়া ছিল সকলের। সময় হয়ে এসেছে দেশের হয়ে হামজার মাঠে নামার। জানা গেল তার বাংলাদেশে আসার দিনক্ষণ।
আগামী ১৮ মার্চ দেশে ফিরতে যাচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী। তবে ঢাকাতে নয়, ফিরতে পারেন সিলেট ওসমানী বিমানবন্দর দিয়ে। বাফুফে সূত্রে জানা গেছে,
সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন হামজা। কেননা হবিগঞ্জের পিতৃভূমিতে পরিবারসহ একটি দিন কাটানোর ইচ্ছা রয়েছে তার।
দেশে ফিরেই দিনব্যাপী তার হবিগঞ্জ সফরের সম্ভাবনা আছে। নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে চলছে পর্যালোচনা।এদিকে দেশে হামজাকে বরণে বর্ণাঢ্য পরিকল্পনার কথা থাকলেও হাতে সময় কম ঋঅঅয় সেই আয়োজনের সম্ভাবনাও কম! যদিও সব নির্ভর করছে হবিগঞ্জ সফরের ওপর। তবে বাফুফে সূত্রের দাবি, হবিগঞ্জ সফরের সম্ভাবনা বেশি, এখন সেটি বাস্তবায়নের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
» ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালসহ আজকের খেলা (৪ মার্চ ২৫)
» শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদলে হলো এনসিজি
প্রসঙ্গত, এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে শিলংয়ে ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ২০ মার্চ দলের সঙ্গে ভারত সফরে যাবেন হামজা।
বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন ও সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।
ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৫/এফএএস
