
আইসিসি ইভেন্ট মানেই যেন ফাইনালে অবধারিত জায়গা ভারতের। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্সআপ হওয়া টিম ইন্ডিয়া এবারের ফাইনালও নিশ্চিত করেছে। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে বিদায় করে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে রোহিত শর্মারা।
দুবাইয়ে এদিন আগে ব্যাটিং করে ২৬৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ১১ বল হাতে রেখে ৪ উইকেটে জয় নিশ্চিত করে বিরাট কোহলিরা। এ নিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত।
আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে বিজয়ী দল ফাইনাল খেলবে ভারতের বিরুদ্ধে।
আরও পড়ুন:
» পাকিস্তান দলে সিনিয়র ছাঁটাই, থাকছেন বিপিএল মাতানো খুশদিল
» অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৬৪ রান, ফাইনালে যেতে পারবে ভারত?
পাকিস্তান এবারের স্বাগতিক হলেও হাইব্রিড মডেলের কারণে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলছে দুবাইয়ে। সেখানে প্রথম সেমিফাইনালে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভার খেলে ২৬৪ রানে অলআউট হয়।
রবীন্দ্র জাদেজা-বরুণ চক্রবর্তীদের সামলাতে হিমশিম খেয়েছেন অজি ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেছেন স্টিভেন স্মিথ। তবে ব্যতিক্রম অ্যালেক্স ক্যারি ৫৭ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। ট্রেভিস হেড ৩৩ বলে ৩৯ রান করে ফেরেন।
ভারতের হয়ে বল হাতে ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। এছাড়া জাদেজা ও বরুন চক্রবর্তী ২টি করে এবং হার্দিক পান্ডিয়া ও আক্সার প্যাটেল একটি করে উইকেট নেন।
ফাইনালে যাওয়ার রোডম্যাপে ভারতের শুরুটা ছিল ম্যাড়মেড়ে। দলীয় ৪৩ রানে দুই ওপেনার শুভমান গিল (৮) এবং রোহিত শর্মা (২৮) আউট হয়ে যান। দুবার ক্যাচ মিস করে ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়।
তবে ভারতের বিপদ ঘটতে দেননি তিন ব্যাটার কোহলি-শ্রেয়াস-রাহুল। কোহলির ৮৪ রানের ইনিংস এবং শ্রেয়াস আইয়ার ৪৫ ও লোকেশ রাহুলের ৪২ রানের কার্যকরী ইনিংসে ভারত ১১ বল হাতে রেখে জয় পায়। হার্দিক পান্ডিয়ার ২৮ রানের ইনিংসটা বেশ ভালো কাজে দিয়েছে শেষ দিকে।
ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৫/এজে
