Connect with us
ক্রিকেট

পাকিস্তানের মাটি থেকে সরে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল

2025 Champions Trophy prize money announced
চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি- সংগৃহীত

এল আগে ২০০৯ সালে পাকিস্তানের লাহোরে ঘটেছিল শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা। যে ঘটনা সহজে ভুলে যেতে চাইবে না পাকিস্তান। যার কারণে দীর্ঘদিন দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ছিল নির্বাসিত। এবার প্রায় ২৯ বছর পর কোন আইসিসি ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান।

দেশটিতে চলমান রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এরই মধ্যে গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে চলছে সেমিফাইনাল রাউন্ডের খেলা। যেখানে প্রথম সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আর এতেই পাকিস্তান স্বাগতিক দল হলেও তাদের দেশ থেকে সরে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।

মূলত ভারত ফাইনালে ওঠায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সরে গেছে পাকিস্তান থেকে। কেননা ভারতের আপত্তির কারণে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের বাইরে সংযুক্ত আরব আমিরাতে। তারা যদি ফাইনালে ওঠে, তবে তাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


আরও পড়ুন:

» হুট করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন স্মিথ

» শ্বাসরুদ্ধকর জয়ে মাদ্রিদ ডার্বিতে এগিয়ে থাকলো রিয়াল


এতে দীর্ঘদিন পর ঘরের মাঠে বৈশ্বিক কোন টুর্নামেন্ট আয়োজন করলেও তার ফাইনাল নিজেদের মাটিতে আয়োজন করতে পারছে না পাকিস্তান। তাই হয়তো দেশটির সমর্থকরাও আশা করছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেন না ওঠে ভারত। তবে শেষ পর্যন্ত তাই হয়েছে। গতকাল দুবাইয়ে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাজিত করে তারা।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। তবে ভারতের আপত্তির মুখে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে দেখা দিয়েছিল ধোয়াশা। পাকিস্তান শুরুতে না মানলেও শেষ পর্যন্ত ভারতের দাবি মেনে নিতে বাধ্য হয়। যাতে নিরাপত্তার কারণ দেখিয়ে নিজেদের সব ম্যাচ পাকিস্তানের পরিবর্তে তারা খেলবে সংযুক্ত আরব আমিরাতে।

ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট