Connect with us
ফুটবল

শ্বাসরুদ্ধকর জয়ে মাদ্রিদ ডার্বিতে এগিয়ে থাকলো রিয়াল

real madrid
ব্রাহিমের চোখ জুড়ানো গোলের পর উল্লাস।

ভিন্ন নিয়মে শুরু হওয়া এবারের চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের শুরুতেই হয়েছে মাদ্রিদ ডার্বি। রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের প্রথম লেগের ম্যাচ ছড়িয়েছে বিপুল উত্তেজনা। নখ কামড়ানো উত্তেজনা শেষে জয় পেয়েছে রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন অ্যাতলেটিকোর জালে দুবার বল পাঠিয়েছে রিয়াল। এতে হতাশ তো নয়ই, উল্টো একটি গোল শোধ করেছে অ্যাতলেটিকো। তাই ফিরতি লেগের লড়াই আরও জমবে তা বলাই যায়।

 real vs atletico

নখ কামড়ানো উত্তেজনা শেষে জয় পেয়েছে রিয়াল।

মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। তবে ব্যবধানটা আরও বাড়তো, যদি ইনজুরি টাইমে এমবাপ্পের ক্রস ভিনিসিয়ুস জালে জড়াতে পারতেন।


আরও পড়ুন:

» বাংলাদেশকে ঘরের মাঠে আতিথ্য দিতে মুখিয়ে আছে পাকিস্তান

» কলকাতায় আসছেন মেসি! দেখা যেতে পারে বাংলাদেশেও?


সান্তিয়াগো বার্নাব্যুর প্রথম লেগ ছিল উত্তেজনায় ভরপুর। যে তিনটি গোল হয়েছে, সবক’টি দেখার মতো। রদ্রিগোর ম্যাজিকাল ‘স্পিন’, আলভারেসের জাদুকরী শট ও ব্রাহিমের চোখ জুড়ানো পায়ের কারুকাজ।

alavares

জাদুকরী শট থেকে গোল পান আলভারেস।

ম্যাচের চতুর্থ মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন রদ্রিগো। ভালভার্দের ডিফেন্স চেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান। ৩২ মিনিটে অ্যাতলেটিকোকে সমতায় ফেরান আলভারেস। চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া এই আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন দেখার মতো এক গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালকে এবার এগিয়ে নেন ব্রাহিম। তার ওই গোলটাই দ্বিতীয় লেগের আগে সুবিধাজনক জায়গা রেখেছে রিয়াল মাদ্রিদকে। আগামী ১৩ মার্চ রাত দুইটাই দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুদল।

ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল