
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে মাঠে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। যেখানে টস জিতে আগে ব্যাট করতে নেমে বৈশ্বিক এই টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। রানের পাহাড়ে প্রোটিয়াদের চাপা দিয়ে ফাইনালে উঠতে চাইবে কিউইরা।
আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসসনের সেঞ্চুরিতে ভর করে ৩৬২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডে ইতিহাসে প্রোটিয়াদের বিপক্ষে এটাই কিউইদের সর্বোচ্চ রানের রেকর্ড।
এদিন পাওয়ারপ্লের মধ্যে প্রথম উইকেট হারানোর পর রবীন্দ্র ও উইলিয়ামসন বাঁধেন ১৬৪ রানের বিশাল জুটি। রবীন্দ্রর ব্যাট থেকে এদিন আসে ১০১ বলে ১০৮ রান। আর উইলিয়ামসন খেলেন ৯৪ বলে ১০২ রান দুর্দান্ত এক ইনিংস। ডেরিল মিচেল এবং গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে সমান ৪৯ রান।
আরও পড়ুন:
» সাকিবের সেই মুকুট এখন আফগান তরুণের মাথায়
» মুশফিক-মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে যা জানাল বিসিবি
এদিকে ৩৬৩ রানের বিশাল লক্ষ্য টপকে তবেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে হবে দক্ষিণ আফ্রিকাকে। এখন পর্যন্ত ৪০ বার তিন শতাধিক রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭ বার সফল হয়েছে প্রোটিয়ারা। এবার জিততে হলে রীতিমতো রেকর্ড গড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে।
এছাড়াও আজ অসংখ্য রেকর্ড তৈরি হয়েছে নিউজিল্যান্ডের এই ব্যাটিং তাণ্ডবে। আইসিসির ওয়ানডে ফরমেটের টুর্নামেন্টে নক-আউট পর্বে আজকের এই ইনিংস যেকোনো দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ বিশ্বকাপের সেমিতে সর্বোচ্চ ৩৯৭ রান সংগ্রহ করেছিল ভারত। আর ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৩ করেছিল এই নিউজিল্যান্ডই।
ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৫/এফএএস
