Connect with us
ক্রিকেট

বিসিবির প্রস্তাবিত চুক্তিতে ২২ জন, ৫ ক্যাটাগরিতে আছেন কারা?

BD team
৫ ক্যাটাগরিতে বিসিবির প্রস্তাবিত চুক্তিতে আছেন ২২ জন

যে মুশফিক-মাহমুদউল্লাহ নিয়ে এতো সমালোচনা, তাদেরকে আবারও কেন্দ্রীয় চুক্তিতে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। গত ৩ ফেব্রুয়ারি বিসিবি পরিচালকদের সভা ছিল। ওই সভায় কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত খসড়া পেশ করা হয়। ক্রিকবাজ জানিয়েছে, ৫ ক্যাটাগরিতে সেখানে আছেন ২২জন।

জাতীয় দলে বর্তমানে তিন ফরম্যাটের অবধারিত নাম তাসকিন আহমেদ। শুধু তাসকিনকে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রেখে কেন্দ্রীয় চুক্তির নাম প্রস্তাব করা হয়েছে। নাম আছে টেস্ট ও টি-২০ থেকে অবসর নেওয়া ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদের।

খসড়া চুক্তিতে তরুণ পেসার নাহিদ রানা, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, ব্যাটার সাদমান ইসলাম জায়গা পেয়েছেন। তবে জাকির হাসান, মাহমুদল হাসান জয় ও শামীম পাটোয়ারি জায়গা পাননি। ঢুকেছেন লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।


আরও পড়ুন:

» রানের রেকর্ড গড়ল নিউজিল্যান্ড, টপকাতে পারবে প্রোটিয়ারা?

» সাকিবের সেই মুকুট এখন আফগান তরুণের মাথায়


এবার ‘এ প্লাস’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি অনুযায়ী খসড়া কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তাব করা হয়েছে। মুশফিক ও রিয়াদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিয়ে বোর্ডে বিতর্ক আছে। ক্রিজবাজ দাবি করেছে, ওই কারণে এখনো অনুমোদন হয়নি প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা।

কোন ক্যাটাগরিতে কারা
এ+ : তাসকিন আহমেদ।
এ : নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম।
বি : মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা।
সি : সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী।
ডি : নাসুম আহমেদ, খালেদ আহমেদ।

এখন বৈশ্বিক গ্রেডিং পদ্ধতি মেনে এ+, এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত তালিকায় নেই সাকিব আল হাসান।

ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট