Connect with us
ক্রিকেট

তামিমের আবেগঘন বার্তা, মুশফিকের কাছে একটাই চাওয়া

Tamim Iqbal talk about Mushfiqur Rahim retirement
মুশফিকের অবসরে তামিমের বার্তা। ছবি- সংগৃহীত

একে একে বিদায় নিচ্ছেন ক্রিকেট প্রেমীদের শৈশবের সকল তারকা ক্রিকেটাররা। এবার সেই তালিকায় নাম লেখালেন মুশফিকুর রহিম। বিদায় নিলেন ওয়ানডে ফরমেটের ক্রিকেট থেকে। গতকাল রাতে ফেসবুক বার্তায় নিজের অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক।

অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটারকে তার বিদায়ে সোশ্যাল মিডিয়ায় নানা বার্তা দিচ্ছেন ভক্ত সমর্থক ও সতীর্থ ক্রিকেটাররা। স্ট্যাটাস দিয়ে অনুভূতি প্রকাশ করতে পারবেন না বলে তাৎক্ষণিক ভিডিও প্রকাশ করেছেন তামিম ইকবাল। ওয়ানডে থেকে তাকে বিদায় জানানোর পাশাপাশি তামিম চান টেস্ট ফরমেটে মুশফিক খেলুক অন্তত ১০০ ম্যাচ।

তামিম ইকবাল তার ভিডিও বার্তায় বলেন, ‘কেউ অবসর নিলে সবাই স্ট্যাটাস দেয়, অনুভূতি প্রকাশ করে। এমন একজন ব্যক্তি আজ অবসর নিয়েছে যার সাথে আমার ২০-২৫ বছরের যাত্রা। একটা স্ট্যাটাস দিয়ে মানুষকে বোঝাতে পারতাম না আমার এখন কেমন মনে হচ্ছে।’


আরও পড়ুন:

» রিয়াল-ম্যানসিটির ম্যাচসহ আজকের খেলা (৬ মার্চ ২৫)

» কোরআনের আয়াত লিখে ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিক


মুশফিকের খেলার প্রতি নিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৫ থেকে আমাদের খেলা শুরু। সাধারণ ব্যাটার থেকে বাংলাদেশের সেরা ব্যাটার কীভাবে হলি আমি দেখেছি। আপনারা অনেকের হয়ত ওর কঠোর পরিশ্রম দেখার সুযোগ হয়নি। আমি দেখেছি, একটা ছেলে কতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব সে সবই করেছে, এখনও করে যায়। আমরা অনেক সময় হাসাহাসিও করি একটা মানুষ এত কষ্ট করে কীভাবে। তার নিবেদন, খেলার প্রতি ভালোবাসা অবিশ্বাস্য। এটা কথায় কোনো দিন কাউকে বোঝাতে পারব না।’

ওয়ানডে ফরমেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের জন্য অনেক কঠিন ছিল বলে মনে করেন তামিম, ‘খেলা ছেড়ে দেওয়া ওর জন্য কতটা কষ্ট, আমি ওর কাছের বন্ধু তাই বুঝতে পারি। এটা ওর জন্য অনেক কঠিন।’

সাদা পোশাক থেকে বিদায় নেয়ার আগে উইকেটরক্ষক এই ব্যাটার অন্তত ১০০ টেস্ট খেলুক, তেমনটাই চান তামিম, ‘এখনও তুই একটা ফরম্যাট খেলবি। আমি দোয়া করি তুই ভালো করবি। একশ টেস্ট অন্তত খেলবি যা দেশের কেউ করেনি। আশা করি একশ টেস্ট খেলবি। আমি এখন খুবই আবেগপ্রবণ। বাংলাদেশ তোকে মিস করবে, কোনো দ্বিধা নেই।’

ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট