
বগুড়ার ছেলে মুশফিকুর রহিম। দীর্ঘ প্রায় দুই দশকের বেশি সময় বাংলাদেশ দলকে দিয়ে গেছেন সাপোর্ট। দেশ জুড়ে অসংখ্য ভক্তসমর্থক রয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের। তার তেমনই এক ভক্ত ছিলেন বর্তমানের তরুণ তারকা তাওহীদ হৃদয়। সেই মুশফিককেই নিজের আইডল মনে করেন তিনি।
নিজের দীর্ঘ ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ার থেকে গতকাল অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে নিজের বিদায়ের কথা নিশ্চিত করেন এই টাইগার ক্রিকেটার। এরপর থেকেই ভক্ত সমর্থক এবং সতীর্থ ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
সেই অংশ হিসেবেই প্রিয় ক্রিকেটারকে নিয়ে একটি পোস্ট করেছেন তাওহীদ হৃদয়। যেখানে তিনি মুশফিককে নিজের আইডল হিসেবে তুলে ধরেছেন। পাশাপাশি এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে নিজের শৈশবের স্মৃতিচারণ করেছেন একই জেলার তরুণ এই টাইগার ক্রিকেটার।
সেই পোস্টে হৃদয় লিখেছেন, ‘বগুড়া স্টেডিয়ামে আপনি প্র্যাকটিস করছেন শুনে ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেইটের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে, ওডিআই-এর আন্তর্জাতিক ক্যাপ আপনার হাত থেকে গ্রহণ করা এবং একই ড্রেসিং রুম শেয়ার করা– আমার কাছে রূপকথার গল্পের থেকে কম নয়!’
আরও পড়ুন:
» ২০টা পেইনকিলার নিয়ে খেলেছেন মুশফিক, বলছেন তার স্ত্রী
» মুশফিককে কিংবদন্তি আখ্যা দিলেন লঙ্কান তারকা ক্রিকেটার
মুশফিককে নিজের আয়োজন উল্লেখ করে হৃদয় লিখেন, ‘এরকম লাখো ছেলেদের আইডল আপনি, যার জন্য আমার মতন অনেকেই আপনাকে একবার দেখবে বলে কতো দিন অপেক্ষা করেছে। আপনি আমার আইডল, কতোটা গুরুত্বপূর্ণ আপনি তা হয়তো বুঝতেও পারবেন না।’
এছাড়াও তিনি বলেছেন, ‘যদিও আমি নির্বাক, হতবাক, তবুও আমার আইডল মুশফিকুর রহিমের অবসরে খুশি। আমি অন্য যেকোনো কিছুর চেয়ে আপনাকে বেশি মিস করব।’ উল্লেখ্য, ওয়ানডে ফরমেট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন মুশফিক।
ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৫/এফএএস
