Connect with us
ক্রিকেট

কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফের শরণাপন্ন পাকিস্তান

Mohammad Yusuf
মোহাম্মদ ইউসুফ এখন পাকিস্তানের ব্যাটিং কোচ।

টানা ব্যর্থতায় ধুকছে পাকিস্তান ক্রিকেট। ব্যাটারদের ব্যর্থতা যেন চোখে পড়ার মতো। তাই নতুন ব্যাটিং কোচ খুঁজছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিবিসি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ভরাডুবির পর কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে পিসিবি।

ব্যাটিং কোচের দায়িত্বে থাকা শহীদ আসলামকে সরিয়ে দিয়েছে তারা। ওই পদে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ খেলেছে পাকিস্তান। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে স্বাগতিকরা। যেখানে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই ব্যর্থ ছিলো মোহাম্মদ রিজওয়ানের দল।


আরও পড়ুন:

» ২০টা পেইনকিলার নিয়ে খেলেছেন মুশফিক, বলছেন তার স্ত্রী

» মুশফিককে আইডল মানেন হৃদয়, করলেন শৈশবের স্মৃতিচারণ


বাংলাদেশের সঙ্গে অন্য ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে বল না গড়িয়ে পরিত্যক্ত হয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তান দল। এবার ঘরের মাঠে এমন বাজে পারফরম্যান্সের পর তাদের কোচিং প্যানেলেও এসেছে পরিবর্তন। নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে পিসিবি।

এতদিন পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে যাওয়া মোহাম্মদ ইউসুফ জাতীয় দলে পেয়েছেন সেই দায়িত্ব। আসন্ন নিউজিল্যান্ড সফরেই কাজ শুরু করবেন ৫০ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

২০২২ সালেও জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক এই ক্রিকেটারের। এ ছাড়া পাকিস্তানের নির্বাচক ও পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন ইউসুফ।

ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট