
চলতি মাসেই বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ দরিভাল জুনিয়র। যেখানে সব থেকে আলোচিত খবর, প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন অন্যতম তারকা ফুটবলার নেইমার জুনিয়র।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান কোচ এই স্কোয়াড প্রকাশ করেন। মার্চের ফিফা উইন্ডোতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই সেলেসাওরা। তাই এই দুই ম্যাচ তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
এদিকে নেইমার দলে ফেরায় খুশি ব্রাজিল কোচ। দরিভাল বলছেন, ‘জাতীয় দলে নেইমারের প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে যে চোট পুনর্বাসনের মধ্য দিয়ে গেছে, সেটি আমরা সবাই জানি। একইসঙ্গে তার দক্ষতা ও সামর্থ্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কতটা উপযুক্ত তাও অজানা নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা তার অপেক্ষায় ছিলাম। আমি আশা করি সেও তার এই প্রত্যাবর্তনে খুশি হবে। আমরা এখানে তার পুরোনো সামর্থ্য ফিরে পেতে চাই। আমরা অনেক বড় প্রত্যাশার ভার ও তার কাঁধে দায়িত্ব চাপিয়ে দিতে চাই না। আসন্ন কঠিন ম্যাচে ভারসাম্য তৈরি করতে চেয়েছি, আমি তাকে দলের জন্য পুরো প্রস্তুত দেখতে চাই।’
আরও পড়ুন:
» হামজাকে চ্যালেঞ্জ জানাতে অবসর ভেঙে ফিরছেন সুনীল ছেত্রী
» র্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ দল
আগামী ২১ মার্চ ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ আর্জেন্টিনার মাটিতে তাদের মুখোমুখি হবে নেইমার জুনিয়ররা। এদিকে বাছাই পর্ব সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী রাইটব্যাক ওয়েসলি। দল ঘোষণায় এই তরুণ ফুটবলারকে নিয়েও প্রশংসা করেছেন দরিভাল।
আসন্ন দুই ম্যাচে ব্রাজিলের স্কোয়াড–
গোলকিপার : আলিসন বেকার (লিভারপুল), বেন্তো ম্যাথিউস (আল-নাসর), এডারসন মোয়ারেস (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার : ভেন্ডারসন (মোনাকো), ওয়েসলি, লিও ওরটিস, দানিলো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি), মুরিলো (নটিংহাম), গুইলার্মে অ্যারেনা (আতলেটিকো মিনেইরো)।
মিডফিল্ডার : আন্দ্রে (উল্ভস), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়েলিংটন (নিউক্যাসল)
ফরোয়ার্ড : নেইমার (সান্তোস), এস্তাভো (পালমেইরা), জোয়াও পেদ্রো (ব্রাইটন), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), স্যাভিনিও (ম্যানচেস্টার সিটি), ম্যাথিউস কুনহা (উল্ভস)।
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৫/এফএএস
