Connect with us
ক্রিকেট

ওয়ানডে ক্যারিয়ারে মুশফিকুর রহিমের যত রেকর্ড

Mushfiqur Rahim
মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে ওয়ানডে ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেছেন মুশফিকুর রহিম। ৫০ ওভারের এই ফরমেটে বাংলাদেশের হয়ে অসংখ্য রেকর্ড গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এক নজরে দেখে নেয়া যাক মুশফিকের যত রেকর্ড।

সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ–

বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের নামে করে রেখেছেন মুশফিক। যেখানে তিনি খেলেছেন ২৭৪ ওয়ানডে ম্যাচ। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৪৭ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান।

বাংলাদেশের সর্বোচ্চ ডিসমিসাল–

উইকেটকিপার হিসেবে ওয়ানডেতে মুশফিক করেছেন ২৯৭ ডিসমিসাল। যার আশেপাশেও নেই বাংলাদেশের আর কেউ। এমনকি বিশ্ব ক্রিকেটেও ওয়ানডে ইতিহাসে ডিসমিসাল সংখ্যায় মুশফিক আছেন পঞ্চম অবস্থানে। তার নামের পাশে রয়েছে ২৪১টি ক্যাচ ৫৬টি স্টাম্পিং।

সর্বোচ্চ ওয়ানডে ক্যারিয়ার–

মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের বয়স ১৮ বছর ২০২ দিন। যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। আর গোটা বিশ্বে অষ্টম। ১৭ বছর ২১৪ দিনের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে বাংলাদেশের দ্বিতীয় মাহমুদউল্লাহ।

সর্বোচ্চ ফাইফার ডিসমিসাল–

এক ওয়ানডেতে ৫টি ডিসমিসাল করার ঘটনা মুশফিক ঘটিয়েছেন সর্বোচ্চ দুইবার। যা বাংলাদেশের রেকর্ড। মুশফিক ছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের একবার ৫টি ডিসমিসাল পেয়েছেন শুধু খালেদ মাসুদ।


আরও পড়ুন:

» ইংলিশ টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে ২৯ বাংলাদেশি ক্রিকেটার

» ফিরলেন নেইমার, আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচের দল ঘোষণা ব্রাজিলের


সর্বোচ্চ রানের জুটি–

ওয়ানডেতে সাকিব আল হাসানের সঙ্গে ৩৫৪৫ রানের জুটি গড়েছেন মুশফিক। যা বাংলাদেশে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭৪ রানের জুটিতেও মাহমুদউল্লাহর সঙ্গে জড়িয়ে আছে মুশফিকের নাম।

তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি–

ওয়ানডেতে তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ২০৭ রানের জুটি মুশফিক-লিটনের। ২০২২ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তারা গড়েছিলেন এই রেকর্ড।


Promotional Box

» High quality sports guest post and SEO backlinks


ওয়ানডে টুর্নামেন্টে সর্বোচ্চ ইনিংস–

দ্বিপাক্ষিক সিরিজের বাইরে কোনো ওয়ানডে টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ ১৪৪ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন মুশফিক। ২০১৮ সালে দুবাইয়ে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে যা করেছেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে রান–

ওয়ানডেতে তামিমের পর বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৭৯৫ রান করেছেন মুশফিক। শীর্ষে থাকা তামিম করেছেন ৮৩৫৭ রান।

উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ সিরিজসেরা–

বিশ্ব ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে পুরো বিশ্বে সর্বোচ্চ ৬ বার সিরিজসেরা হয়েছেন মুশফিক। এখানে অবশ্য তার পাশেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও ভারতের মহেন্দ্র সিং ধোনি।

এছাড়াও অসংখ্য রেকর্ড রয়েছে মুশফিকের নামের পাশে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ৯ সেঞ্চুরি করেছেন তিনি। তৃতীয় সর্বোচ্চ ৫৮ ফিফটি রয়েছে তার। এক ভেন্যুতে (শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম) দ্বিতীয় সর্বোচ্চ ২৬৮৪ রান করেছেন মুশফিক। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে যেকোন ফরমেটে ৯৯ রানে আউট হয়েছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট