Connect with us
ক্রিকেট

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শরিফুলের কঠোর বার্তা

Shoriful Islam
শরিফুল ইসলাম। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই দেশে একের পর এক শোনা যাচ্ছে ধর্ষণের ঘটনা। নিয়মিত এমন লজ্জাজনক ঘটনায় ফুসে ছিল সর্বস্তরের মানুষ। যেখানে মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা যেন মানুষের আবেগকে আরও কঠোর ভাবে নাড়া দিয়েছে। আর এতেই ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমেছে অনেকে।

এবার প্রতিবাদিদের সেই তালিকায় নাম লেখালেন শরিফুল ইসলাম। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এই টাইগার পেসার। ধর্ষণকে সমাজের ভয়াবহ সমস্যা হিসেবে উল্লেখ করেছেন তিনি। এমন ঘটনার বিচারে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন এই তারকা ক্রিকেটার।

আজ শনিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজকের সমাজে ধর্ষণ একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একজন নারী বা শিশুর জীবনই নষ্ট করে না, সমগ্র সমাজকে কলঙ্কিত করে। আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে হবে।’


আরও পড়ুন:

» ভারত ম্যাচের আগে সুদানের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ

» অবসর নিচ্ছেন রোহিত শর্মা! যা জানালেন গিল


এছাড়া ধর্ষণের ঘটনা ঘটিয়ে যেন কেউ পার পেয়ে যেতে না পারেন তাই প্রশাসনের সহযোগিতা কামনা করেন শরিফুল। তিনি লিখেছেন, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’ এবারই অন্যায়ের বিরুদ্ধে প্রথম আওয়াজ তুলেছেন তিনি– এমন নয়। সর্বদাই দেশের যেকোনো আলোচিত ঘটনায় বেশ সরব দেখা যায় শরিফুলকে।

ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট