Connect with us
ক্রিকেট

অনুশীলনে চোট পেলেন কোহলি, খেলতে পারবেন ফাইনালে?

Virat Kohli during practice session
বিরাট কোহলি। ছবি- বিসিসিআই

দুবাইয়ে আজ রোববার ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মাঠে নামবে ভারত। শিরোপা লড়াইয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলির অনুশীলনে চোট পাওয়ার খবর পাওয়া গেছে। দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে শেষ অনুশীলন সেশনে বলের আঘাত পেয়েছেন কোহলি। এই ঘটনায় ফাইনালে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

গতকাল শনিবার অনুশীলনের সময় একটি বল সজোরে কোহলির হাঁটুতে আঘাত করে। আঘাতের পর তিনি মাঠে পড়ে যান এবং দলের ফিজিও দ্রুত তার কাছে ছুটে আসেন। কোহলির হাঁটুতে তড়িঘড়ি স্প্রে করা হয় এবং কিছুক্ষণের জন্য ব্যান্ডেজ বেঁধে রাখা হয়। আঘাতের পর কোহলির মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ছিল বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। তবে, তিনি দলের অন্যান্য সদস্যদের মনোবল ঠিক রাখতে মাঠ ছাড়েননি এবং ফিজিও টিম তার পাশে ছিল।

দলের সূত্রে জানা গেছে, কোহলির আঘাত খুব গুরুতর নয় এবং ফাইনাল শুরুর আগেই তার ব্যথা কমে যেতে পারে। বাড়তি সতর্কতা হিসেবে তিনি বাকি অনুশীলন সেশনে অংশ নেননি। টিম ম্যানেজমেন্ট আশাবাদী যে কোহলি ফাইনালে খেলতে সক্ষম হবেন। তবে, তার আঘাতের বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয় এবং শেষ মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


আরও পড়ুন:

» ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শরিফুলের কঠোর বার্তা

» ভারত-নিউজিল্যান্ড ফাইনালসহ আজকের খেলা (৯ মার্চ ২৫)


চলতি টুর্নামেন্টে কোহলি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ৪ ম্যাচে তিনি ৭২.৩৩ গড়ে ২১৭ রান করেছেন, যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস উল্লেখযোগ্য। ফাইনালের আগে তার চোট পাওয়া ভারতীয় দলের জন্য বড় ধরনের চাপ তৈরি করতে পারে।

অন্যদিকে, নিউজিল্যান্ড দলও ফাইনালের জন্য প্রস্তুত। তাদের পেস বোলার ম্যাট হেনরি আগে থেকেই ইনজুরি নিয়ে শঙ্কায় ছিলেন। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হেনরি ৫ উইকেট শিকার করেছিলেন। তার ইনজুরি কিছুটা হলেও ভারতীয় দলকে স্বস্তি দিতে পারে। ঠিক যেমন কোহলির আঘাতের খবরে নিউজিল্যান্ড দলের জন্য বাড়তি সুযোগ হতে পারে।

ফাইনালের আগে এই অপ্রত্যাশিত ঘটনা উভয় দলের কৌশলগত পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। কোহলির উপস্থিতি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার অনুপস্থিতি দলের মরাল ও পারফরম্যান্সে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অবশ্য ক্রিকেট বোর্ড থেকে এখন পর্যন্ত কোহলির চোটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট