
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতকাল নিউজিল্যান্ডকে পরাজিত করে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে ভারত। দীর্ঘদিন পর বৈশ্বিক এই টুর্নামেন্ট নিজেদের করে নেয়ার সুযোগ পেয়েও তা হাতছাড়া হয়েছে কিউইদের। ট্রফি জয়ের পথে ভারতকে পেছনে ফেলতে না পারলেও ব্যাক্তিগত সাফল্যে ব্যাটে-বলে সবার শীর্ষে নিউজিল্যান্ড।
গতকাল রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ৪ উইকেটে ম্যাচ জিতে শিরোপা পুনরুদ্ধার করে ভারত। এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতে ঝড়ো ব্যাটিংয়ের আভাস দিলেও ২৯ বলে ৩৭ রানে ফিরে যান রাচীন রবীন্দ্র। তবে এর আগে খেলা তিন ম্যাচে দুই সেঞ্চুরি করেছেন তিনি।
এতে করে প্রথম ম্যাচ না খেললেও চার ম্যাচে ২৬৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন এই কিউই তারকা ক্রিকেটার। সেরা ব্যাটারের মতো টুর্নামেন্ট সেরা বোলারও হয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার। ফাইনালে না খেললেও ১০ উইকেট নিয়ে সবার ওপরে আছেন তিনি।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন ভারত, তাই আয়োজক দেশ হয়েও নেই পাকিস্তান!
» শিরোপা জিতে অবসরের ইঙ্গিত দিলেন কোহলি!
শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডেরই রাচীন রবীন্দ্র। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার পরে রয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার। দুই ফিফটিতে তার ব্যাট থেকে এসেছে ২৪৩ রান। আর শীর্ষ উইকেট শিকারের তালিকায় সমান ৯ উইকেট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছেন বরুণ চক্রবর্তী ও মোহাম্মদ শামি।
এক নজরে ব্যাটে-বলে সেরা ক্রিকেটারের তালিকা–
চ্যাম্পিয়নস ট্রফির সেরা ব্যাটার:
ব্যাটার | রান | গড় | ১০০/৫০ |
রাচিন রবীন্দ্র | ২৬৩ | ৬৫.৭৫ | ২/০ |
শ্রেয়াস আইয়ার | ২৪৩ | ৪৮.৬০ | ০/২ |
বেন ডাকেট | ২২৭ | ৭৫.৬৬ | ১/০ |
জো রুট | ২২৫ | ৭৫.০০ | ১/১ |
বিরাট কোহলি | ২১৮ | ৫৪.৫০ | ১/১ |
চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলাররা:
বোলার | উইকেট | গড় | ৫ উইকেট |
ম্যাট হেনরি | ১০ | ১৬.৭০ | ১ |
বরুণ চক্রবর্তী | ৯ | ১৫.১১ | ১ |
মোহাম্মদ শামি | ৯ | ২৫.৮৮ | ১ |
মিচেল স্যান্টনার | ৯ | ২৬.৩৩ | ০ |
মাইকেল ব্রেসওয়েল | ৮ | ২৫.১২ | ০ |
ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৫/এফএএস
