Connect with us
ফুটবল

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ওমরাহ পালনে জামাল ভূঁইয়ারা

Omrah Football
ওমরাহ পালন করলেন জামাল ভূঁইয়ারা

সৌদি আরবের তায়েফে ট্রেনিং করছে বাংলাদেশ ফুটবল দল। এএফসি বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আরব ভূমিতে কন্ডিশনিং ক্যাম্প করছে জামাল ভূঁইয়ারা। এরই মধ্যে সেখানে পবিত্র ওমরাহ পালন করেছেন ফুটবলাররা।

সোমবার (১০ মার্চ) অনুশীলনের বিরতির সময়কে কাজে লাগিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন দলের মুসলিম খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা। জাতীয় দলের ম্যানেজার আমের খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 Omrah Tareq Kazi

দলগত ওমরাহ পালনে ছিলেন তারেক কাজীও

আমের বলেন, আজ আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নিই। এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে খারাপ লাগত। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেওয়া হয়েছে।


আরও পড়ুন:

» আফগান ক্রিকেটকে নিষিদ্ধ করতে আইসিসিকে কঠোর চাপ

» বার্সাকে স্পর্শ করল রিয়াল, শীর্ষে উঠতে ব্যর্থ অ্যাথলেটিকো


অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই আমরা ওমরাহ পালনের সুযোগ পেয়েছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক। আমাদের জন্য দোয়া করবেন, যেন ভারতের বিপক্ষে ভালো ফল করতে পারি।

আরেক ফুটবলার রহমত মিয়া জানান, আমি আগেও ফুটবল দলের সঙ্গে দুবার ওমরাহ করার সুযোগ পেয়েছি। এবার হলো তৃতীয়বার। এটা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সৌদিতে আসার সুযোগে ওমরাহ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। এটি আমাদের মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে।

আগামী ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের বিরুদ্ধে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। ভারতের শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামের পোলো গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল