Connect with us
ক্রিকেট

বিসিবির নতুন চুক্তি প্রকাশ, কার বেতন কত হলো?

BD team
মার্চ থেকে ক্রিকেটারদের সাথে নতুন কেন্দ্রীয় চুক্তিতে যাচ্ছে বিসিবি।

আগামী এক বছরের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার কেন্দ্রীয় চুক্তিভূক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। চলতি মার্চ থেকে নতুন চুক্তির বেতন-ভাতা পাবেন ক্রিকেটাররা। তবে সেখানে নেই সাকিবের নাম, আর নিজের নাম প্রত্যাহার করেছেন মাহমুদউল্লাহ।

সোমবার প্রকাশিত বিসিবির কেন্দ্রীয় তালিকায় ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন কেবল ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তিনি মাসে বোর্ড থেকে দশ লাখ টাকা বেতন পাবেন। পরের ক্যাটাগরি ‘এ’তে তিন সিনিয়র ক্রিকেটার আছেন। নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ ও লিটন দাস পাবেন মাসে ৮ লাখ টাকা করে।

Bangladesh Cricket team

মাহমুদউল্লাহ নাম প্রত্যাহার করেছেন, সাকিব নেই চুক্তি। সিনিয়র-জুনিয়রের গড়া দল

কেন্দ্রীয় চুক্তিতে শান্তদের মতো ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু ওয়ানডে থেকে অবসর নেওয়ায় তাকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। বি ক্যাটাগরির সাতজন মুশফিক, মমিুনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা ৬ লাখ টাকা করে বেতন পাবেন।


আরও পড়ুন:

» বিসিবির চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

» ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ওমরাহ পালনে জামাল ভূঁইয়ারা


কেন্দ্রীয় চুক্তির ২২ জনের তালিকা থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।যে কারণে মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত হবেন না তিনি। ‘বি’ ক্যাটাগরিভুক্ত হিসেবে বেতন পাবেন ফেব্রুয়ারি পর্যন্ত।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ৮ ক্রিকেটার হলেন- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শেখ মাহেদী। তারা ৪ লাখ টাকা বেতনের ক্যাটাগরিতে আছেন।

Mushfiqur Rahim

কিছুদিন আগে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিক।

একদম শেষ ক্যাটাগরি ‘ডি’ গ্রুপের দুই ক্রিকেটার পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ ২ লাখ টাকা বেতন পাবেন।

অনেকদিন ধরে ক্রিকেটে যুক্ত না পারা সাকিব আল হাসানকে এবারের চুক্তিতে রাখেনি বিসিবি।

ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট