
মাঠের লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি মানেই ভিন্ন এক উত্তেজনা। সেই উত্তেজনায় শামিল হন ভক্তরা। ফুটবল ও ফুটসালেই এই দ্বৈরথ বেশি দেখা যায়। তবে এবার ক্রিকেট লড়াইও জমে উঠলো। সেই লড়াইয়ে অবশ্য ব্রাজিলের সাথে পেরে ওঠেনি আর্জেন্টিনা।
ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী গত রাতে ক্রিকেট লড়াইয়ে নেমেছিল। সেটিও আবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আমেরিকা অঞ্চল থেকে খেলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের সেন্ট আলবান্স ক্লাব মাঠে দুই দল মুখোমুখি হয়। যেখানে স্বাগতিকদের ২৫ রানে হারিয়ে শেষ হাসি হেসেছে ব্রাজিলই।
আরও পড়ুন:
» শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ
» ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ওমরাহ পালনে জামাল ভূঁইয়ারা
টসে হেরে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট ৬৯ রান তুলেছিল ব্রাজিলের মেয়েরা। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো। জবাবে খেলতে নেমে ১৫.১ ওভারেই ৪৪ রানে অলআউট আর্জেন্টাইন নারীরা।

৫ উইকেট নিয়ে ম্যাচসেরা ব্রাজিলের নিকোল মন্তেইরো
৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ শিবিরে ধস নামান ব্রাজিলের নিকোল মন্তেইরো। পরে ম্যাচসেরাও হয়েছেন তিনি। আগামী ১৭ মার্চ ব্রাজিল-আর্জেন্টিনা আবার মুখোমুখি হবে।
স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে।
ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৫/এজে
