Connect with us
ফুটবল

ছন্দময় ইয়ামাল আর দুর্দান্ত রাফিনহা, কোয়ার্টার ফাইনালে বার্সা

Barcelone
ইয়ামাল আর রাফিনিয়ার রেকর্ডে মৌসুমে সবার আগে শেষ আট নিশ্চিত বার্সেলোনার

তরুণদের নিয়ে গড়া দলে বেশ নির্ভার বার্সেলোনা। বিশেষ করে লামিনে ইয়ামাল ও রাফিনহা যেন সমান তালে এগিয়ে নিচ্ছেন স্প্যানিশ জায়ান্টদের। উয়েফা চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগেও দেখা গেল সেই ছন্দ আর দুর্দান্ত ফিনিশিং।

ইয়ামাল আর রাফিনহার রেকর্ডে মৌসুমে সবার আগে শেষ আট নিশ্চিত বার্সেলোনার। তরুণ দুই ফরোয়ার্ডের রেকর্ডে শেষ ষোলোর দ্বিতীয় লেগে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দলটির প্রতিপক্ষ হবে ডর্টমুন্ড-লিলের মধ্যকার বিজয়ী দল। গত সপ্তাহে বেনফিকার মাঠে ১-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছিল বার্সা। আজ ঘরের মাঠে গোলশূন্য ড্র করলেও শেষ আট নিশ্চিত হতো। কিন্তু নিজেদের মাঠেও জ্বলে উঠলেন ইয়ামাল ও রাফিনহা।


আরও পড়ুন:

» মাদ্রিদ ডার্বির হাইভোল্টেজ ম্যাচসহ আজকের খেলা (১২ মার্চ ২৫)

» এবার ক্রিকেটে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল


ম্যাচের ১১তম মিনিটে। বেনফিকার কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ে বল অন্য প্রান্তে পাঠান ইয়ামাল। রাফিনহা বল পায়ে পেয়ে তা জালে পাঠাতে একটুও দেরি করেননি। এতে করে চ্যাম্পিয়নস লিগে দশম গোল পেয়ে গেলেন এই ব্রাজিলিয়ান।

 Lamin Raphina

সবচেয়ে কমবয়সে একই ম্যাচে গোল ও এসিস্টের রেকর্ড ইয়ামালের। আর রাফিনহা এখন এক মৌসুমে ব্রাজিলিয়ান হিসেবে সর্বোচ্চ গোলের মালিক

দু মিনিট পরই নিকোলাস ওতামেন্দির হেড জড়িয়ে যায় বার্সার জালে। স্কোরলাইন হয়ে যায় ১-১। ২৭তম মিনিটে দেখা মেলে ইয়ামাল ম্যাজিকের।

বাঁ দিক রাফিনহার বাড়িয়ে দেওয়া বল মিস করলেন লেভানডভস্কি। বল চলে যায় ইয়ামালের পায়ে। ডিফেন্ডারদের এড়িয়ে বল নিয়ন্ত্রণে রাখতে টাচলাইনে গিয়ে সেখান থেকে ধীরে ধীরে আবার পেছনে ফিরে বক্সের মাথায় আসেন। কিছু বুঝে ওঠার আগেই বাঁ পায়ে দূরের পোস্টে কোনাকুনি শটে জালে পাঠিয়ে দেন বল।

১৭ বছর ২৪১ দিন বয়সী ইয়ামাল এখন চ্যাম্পিয়নস লিগের একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সবচেয়ে কমবয়সী ফুটবলার। এই ম্যাচে রেকর্ড গড়েছেন ব্রাজিলের রাফিনহাও। ম্যাচের ৪২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান। যা ছিল এবারের চ্যাম্পিয়নস লিগে তার ১১তম গোল।

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে ব্রাজিলের আর কেউ কোনো ক্লাবের হয়ে কোনো বছরই ১০ গোলের বেশি করতে পারেননি। ১০টি করে গোল আছে নেইমার, রিভালদোসহ পাঁচজনের।

ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল