
কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রি টেস্ট খেলেছিল বাংলাদেশ দল। অবশ্য সেই ম্যাচ বেশ বাজেভাবেই পরাজিত হয়েছিল টাইগাররা। এবার বাংলাদেশের মাটিতেও হতে যাচ্ছে সেই পিঙ্ক বল টেস্ট। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসন্ন আসরে এমন পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
গতকাল গোলাপি বলের ক্রিকেট প্রসঙ্গে আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা এটা (বিসিএলে) বিবেচনা করছি। টুর্নামেন্টটা যেহেতু মে মাসে অনুষ্ঠিত হবে, এজন্য আমরা ভিন্ন কিছু করতে চাই। ওই সময় গরম একটা আলাদা ফ্যাক্টর থাকবে। যেহেতু আমরা গোলাপি বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি, তাই আমাদের এমন ভেন্যু লাগবে যেখানে ফ্লাডলাইট নিয়ে সমস্যা হবে না।’
তবে বিষয়টি এখনো চূড়ান্তভাবে সিদ্ধান্ত না হওয়ার কোথাও উল্লেখ করেন তিনি, ‘আমরা আসলে এরকম পরিকল্পনা করছি, এখনও চূড়ান্ত নয়। হয়তো আমরা পিঙ্ক বল দিয়ে বিসিএল (আয়োজন) করতে পারি, ডে-নাইট করতে পারি কিংবা ভালো একটি টেস্ট ভেন্যুতে করতে পারি। ন্যাশনাল টিমের যারা ওই সময় থাকবে তারাই খেলবে, অথবা পরের ধাপের ক্রিকেটাররা অংশ নেবে।’
আরও পড়ুন:
» সুদানের বিপক্ষে খেলা হলো না, প্রস্তুতি ঘাটতিতে জামালরা!
» কোয়ার্টার ফাইনালে পিএসজি, এগিয়ে থেকেও লিভারপুলের বিদায়
সাদা ও লাল বলের তুলনায় গোলাপি বলে খেলা বেশি চ্যালেঞ্জিং হয়ে থাকে বলে মনে করেন আকরাম খান। এছাড়া পিঙ্ক বল, ডিউক বল, এসজি বল, কোকাবুরা বল, একেক বলের একেকটা ন্যাচার আছে। তার সঙ্গে মানিয়ে নেওয়া বা ওটা সম্পর্কে জানাও গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশে এমন পরিকল্পনা বাস্তবায়ন ইতিবাচক হবে বলে উল্লেখ করেন এই বিসিবি কর্মকর্তা।
ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৫/এফএএস
