Connect with us
ক্রিকেট

তামিম-সৌম্যের ফিফটিতে প্রাইম ব্যাংককে মাটিতে নামাল রূপগঞ্জ

Soumya and Tanzid Tamim's fifty knock in DPL against Prime Bank
ডিপিএলে তামিম-সৌম্যের ফিফটি। ছবি- লিজেন্ডস অব রূপগঞ্জ

ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে আগের ম্যাচেই ৪২২ রানের রেকর্ড সংগ্রহ গড়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবার এক ম্যাচ পড়েই তাদের মাটিতে নামিয়ে আনল লিজেন্ডস অব রূপগঞ্জের। প্রাইম ব্যাংক এদিন গুটিয়ে গেছে মাত্র ১৫২ রানে। তানজিদ তামিম ও সৌম্য সরকারের ফিফটিতে যা সহজেই টপকে যায় রূপগঞ্জ।

আজ বুধবার বিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক। এক প্রান্ত আগলে রেখে স্রোতের বিপরীতে হাঁটছিলেন নাঈম শেখ। ৮৩ বলে গড়া তার ৮১ রানের ইনিংস দলের মান বাঁচায়, যেখানে চার ছিল চারটি, ছক্কা পাঁচটি।

নাঈম ছাড়া দুই অঙ্কের দেখা পেয়েছেন শুধু শাহাদাত হোসেন দিপু (২০) ও শামীম হোসেন পাটোয়ারি (১১)। ২৯.৫ ওভারে ১৫২ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। রূপগঞ্জের পক্ষে সাইফ হাসান চারটি ও তানজিম হাসান সাকিব তিনটি উইকেট শিকার করেন।

আরও পড়ুন:

» কোহলির আউট দেখে কিশোরীর মৃত্যু! যা বলছে পরিবার

» তবে কি শেষ হয়ে যেতে পারে বুমরাহর ক্যারিয়ার?

জবাব দিতে নেমে রূপগঞ্জের ব্যাটাররা দারুণ পারফরম্যান্স দেখায়। ফর্মে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম ৪৯ বলে ৬৮ রান করেন সাতটি চার ও পাঁচটি ছক্কায়। সাইফ হাসান ১৬ রানে আউট হলেও ওয়ান ডাউনে অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত থাকেন সৌম্য সরকার, ৪০ বলে ৫০ রান করে। এছাড়া ১৪ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান জয়।

রূপগঞ্জ মাত্র ২ উইকেট হারিয়ে ২৩.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। তামিম ও সৌম্যের ফিফটির সুবাদে তারা অনায়াসে জয়ের বন্দরে নোঙর ফেলে।

প্রাইম ব্যাংকের জন্য এই ম্যাচটি ছিল হতাশাজনক। আগের ম্যাচে রেকর্ড রান করার পর তারা এবার ব্যাটিংয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই জয়ে রূপগঞ্জ টুর্নামেন্টে তাদের অবস্থান শক্তিশালী করেছে। অন্যদিকে, প্রাইম ব্যাংককে এবার নতুন করে ভাবতে হবে, কীভাবে তারা পরের ম্যাচে ফিরে আসবে।

ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট