Connect with us
ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

Mahmudullah Riyad
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি- সংগৃহীত

দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্রিকেটের সমাপ্তি ঘটালেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। আজ বুধবার রাতে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করে নিজের অবসরের বিষয়টি জানিয়েছেন এই টাইগার ক্রিকেটার।

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর আলোচনা শুরু হয়েছিল জাতীয় দল থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর প্রসঙ্গ নিয়ে। এবার আর কাউকে ভাবনা চিন্তার সুযোগ না দিয়ে সকল ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

অবসর ঘোষণা সেই পোস্টে বিদায়ের বার্তায় রিয়াদ লিখেছেন, ‘সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সমস্ত সহকর্মীদের, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’

আরও পড়ুন:

» তামিম-সৌম্যের ফিফটিতে প্রাইম ব্যাংককে মাটিতে নামাল রূপগঞ্জ

» কোহলির আউট দেখে কিশোরীর মৃ ত্যু! যা বলছে পরিবার

বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিলেন। সবশেষে আমার স্ত্রী এবং সন্তানদের জন্য কৃতজ্ঞতা, যারা ভালো মন্দ সকল সময়েই আমাকে সমর্থন দিয়েছে।’

অসাধারণ এক ক্যারিয়ারের শেষটা মাঠ থেকে না হওয়া নিশ্চয়ই মাহমুদউল্লাহর জন্যে কিছুটা আক্ষেপের। তবে সব মেনে নিয়ে এগিয়ে যাতে চান তিনি, ‘সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি, আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’

ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট