
চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই আলোচনা চলছিল মাহমুদউল্লাহ রিয়াদ কবে অবসর নেবেন, সেই প্রসঙ্গে। এবার গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের বিদায় বলে দিয়েছেন এই টাইগার ক্রিকেটার। এরপর থেকেই সতীর্থ ক্রিকেটার ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
গতকাল মধ্যরাতে মাহমুদউল্লাহকে বিদায়ী বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান। দেশের বাইরে থাকলেও এক ফেসবুক পোস্টে রিয়াদকে নিয়ে কথা বলেছেন সাকিব। যেখানে তিনি উল্লেখ করেছেন, রিয়াদের মতো ক্রিকেটারের সাথে খেলা এবং তার থেকে শেখা সৌভাগ্যের বিষয়।
নিজের সেই পোস্টে সাকিব লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী।’
আরও পড়ুন:
» নাটকীয় ম্যাচে মাদ্রিদ ডার্বি জিতে কোয়ার্টার ফাইনালে রিয়াল
» আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ
সাকিব আরও লেখেন, ‘আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং আপনার নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’
উল্লেখ্য, গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর থেকেই মাহমুদউল্লাহ রিয়াদকে অবসরে পাঠানো নিয়ে কথা চলছিল। তবে কাউকে আর আলোচনার সুযোগ না দিয়ে সামাজিক মাধ্যম ব্যবহার করেই নিজের অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৫/এফএএস
