আফ্রিকার দেশ সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে হেরেছে ব্রাজিল। বিশ্ব ফুটবলের তারকা সাদিও মানেদের কাছে ৪ গোলে বিধ্বস্ত হয় ভিনি-রিচার্লিরা।
মঙ্গলবার রাতে পর্তুগালের লিসবনে মাঠে গড়ায় প্রীতি ম্যাচ। এতে ৪-২ গোলে জয় পেয়েছে আফ্রিকান চ্যাম্পিয়নরা।
কাতার বিশ্বকাপের পর মরক্কোর কাছে প্রীতি ম্যাচে হেরেছিল ব্রাজিল। এরপর গিনির বিপক্ষে জয়ে ফিরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার সেনেগালের বিপক্ষে বিধ্বস্ত হলো সেলেসাওরা।
এদিন ম্যাচের ১১ মিনিটে গোল করে শুরুতে এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে গোল করেন পাকুয়েতা। তবে ম্যাচের ২২ মিনিটেই সমতায় ফেরে সেনেগাল। দুর্দান্ত গোলটি করেন সেনেগালের হাবিব দিয়ালো। এতে প্রথমার্ধে সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় সেনেগাল। মূলত ম্যাচের ৫২ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার মার্কুইনহোসের আত্মঘাতী গোলে লিড পায় সেনেগাল। এরপরই আরও আক্রমণাত্মক হয় আফ্রিকান চ্যাম্পিয়নরা। ৫৫ মিনিটে সেনেগালের লিড ৩-১ করেন সাদিও মানে। তবে ম্যাচের ৫৮ মিনিটে গোল ব্যবধান ৩-২ এ নামিয়ে এনে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন মার্কুইনহোস। তবু হার এড়াতে পারেনি ব্রাজিল।
অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালে উল্টো স্পট কিকে সেনেগালের চার নম্বর গোলটি করেন মানে। পেনাল্টি থেকে গোল করে ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল। ব্রাজিলের বিপক্ষে এটিই প্রথম জয় আফ্রিকার দেশটির।
আরও পড়ুন: নেশনস কাপ: ১১ বছরের খরা কাটিয়ে শিরোপা জিতল স্পেন
ক্রিফোস্পোর্টস/২১জুন২৩/এসএ