Connect with us
ফুটবল

দেশের মাটিতে কোথায় কখন দেখা যাবে হামজাকে?

Hamza Chowdhuri
হামজা চৌধুরি। ছবি- সংগৃহীত

আর মাত্র কিছু দিনের অপেক্ষা। এরপরেই দেশে ফিরবেন বাংলাদেশ ফুটবল ইতিহাসের সব থেকে বড় তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। লাল-সবুজের জার্সিতে মাঠে নামার আগে দেশে ফিরে তিনি সতীর্থ ফুটবলারদের সঙ্গে যোগ দেবেন দলে। কবে কোথায় দেখা যাবে হামজাকে, তা জানার আগ্রহ কোটি ভক্ত সমর্থকের।

ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে আগামী ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে এই তারকা ফুটবলারের। তার আগে ম্যানচেস্টার থেকে ১৬ মার্চ স্থানীয় সময় রাত ৮টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন হামজা। সেখান থেকে বিমানে সরাসরি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছাবেন তিনি।

হামজার সঙ্গে সফর করবেন তার মা, স্ত্রী এবং সন্তান। বাংলাদেশ সময় ১১টা ৪০ মিনিটে সিলেটে এসে পৌঁছানোর কথা এই তারকা ফুটবলারের। সবকিছু ঠিক থাকলে সেখানে ছোটখাটো পরিসরে বরণ করে নেয়া হবে হামজা চৌধুরীকে। সেখানেই ভক্ত সমর্থকরা প্রথম দর্শন পেতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের।

Hamza Chowdhury in Sheffield

হামজা চৌধুরী।

এরপর বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যাবেন নিজের পৈত্রিক নিবাস হবিগঞ্জের বাহুবলে। দিনের বাকিটা সময় তিনি কাটাবেন পরিবারের সঙ্গেই। পরবর্তী দিন ১৮ মার্চ হামজা আসবেন ঢাকাতে। এদিন সন্ধ্যায় ব্রিটিশ হাই কমিশনের আমন্ত্রণে যেতে পারেন তিনি। তবে নানা প্রটোকলে এখনও চূড়ান্ত হয়নি সেটা।

আর বহুল প্রতীক্ষিত মুহুর্তের জন্য অপেক্ষা করতে হবে রাত ৮টা নাগাদ। সেই সময় হোটেল ইন্টার-কন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে তিনি জাতীয় দলের সতীর্থ ফুটবলারদের সঙ্গে যুক্ত হবেন ক্যাম্পে।

এরপর ১৯ মার্চ সকাল ৯টায় বাংলাদেশ দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনে থাকবেন ডিফেন্সিভ এই মিডফিল্ডার। যেই সেশন চলবে পাক্কা ৩ ঘন্টা। মূলত হামজার ব্র্যান্ড ইমেজকে কাজে লাগাতে কোন প্রকার ছাড় দিতে চায় না বাফুফে


আরও পড়ুন:

» বিশ্বকাপে রিয়াদের প্রথম সেঞ্চুরির কথা মনে করিয়ে যা বললেন মাশরাফি

» মাহমুদউল্লাহকে বিদায়ী বার্তা দিয়ে যা বললেন সাকিব


এদিকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার সুযোগ আসবে সেদিনই। দুপুর সাড়ে ১২টায় হোটেল ইন্টার-কন্টিনেন্টালে সংবাদ সম্মেলন হবে আধা ঘন্টার। এরপর সারাদিনে আরো কিছু ফটো সেশন রয়েছে হামজার। যেখানে ইন্টার স্কুল টিম ক্যাপ্টেন-ম্যানেজারদের সঙ্গে জার্সি উন্মোচনে থাকবেন তিনি। এছাড়া বাফুফের পার্টনারদের সঙ্গেও হবে ফটোসেশন।

১৯ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথমবারের মতো দলীয় অনুশীলনে যুক্ত হবেন হামজা। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এই অনুশীলন সেশন। যেখানে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ও সতীর্থ ফুটবলারদের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টায় থাকবেন তিনি। এর পরবর্তী দিন ২০ মার্চ সকাল ৯ টার ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল।

ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল